ওয়েব ডেস্ক : ভারতের দুই চাকার বাজারে ‘হিরো’ (Hero) ব্র্যান্ডের জনপ্রিয়তা নতুন নয়। বিশেষ করে ‘হিরো এইচএফ ডিলাক্স’ (Hero HF Deluxe) দীর্ঘদিন ধরেই সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বাইক হিসেবে সাধারণ মানুষের ভরসা। এবার সেই জনপ্রিয় মডেলই অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্স (OLX)-এ মাত্র ২৩ হাজার টাকায় বিক্রির হচ্ছে! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যা ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে। তাই যারা এখনি পদক্ষেপ নেবেন না, পরে অবশ্যই আফসোস করবেন।
বিক্রেতার দেওয়া তথ্য অনুযায়ী, বাইকটি এখনও পর্যন্ত প্রায় ৭৪ হাজার কিলোমিটার চলেছে। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে এর অবস্থা ভালো রয়েছে বলেই দাবি মালিকের। শহর ও গ্রামীণ যাতায়াতের জন্য উপযোগী এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় ৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম বলে জানানো হয়েছে।
আরও খবর : বাজারে আসছে iPhone 18, কী কী ফিচার? দামই বা কত? জেনে নিন
বর্তমানে শোরুম থেকে নতুন ‘হিরো এইচএফ ডিলাক্স’ (Hero HF Deluxe) কিনতে গেলে প্রায় ৭২ হাজার টাকা বা তার বেশি খরচ পড়বে। নতুন মডেলে রয়েছে ৯৭.২ সিসি ইঞ্জিন, প্রায় ৬৫ কিমি/লিটার মাইলেজ এবং ৯.১ লিটার ফুয়েল ট্যাঙ্কের সুবিধা। ওএলএক্স (OLX) তালিকাভুক্ত এই পুরনো বাইকটি সরাসরি মালিকের কাছ থেকে কেনা যাবে এবং সম্পূর্ণ অর্থ একবারে পরিশোধ করতে হবে। কম বাজেটে নির্ভরযোগ্য একটি বাইক খুঁজছেন এমন ক্রেতাদের কাছে এই অফারটি আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে পুরনো বাইক কেনার আগে কাগজপত্র ও ইঞ্জিনের অবস্থা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, ভারতের বাজারে ‘হিরো এইচএফ ডিলাক্স’ (Hero HF Deluxe) বেশ জনপ্রিয় মডেল। এই বাইক অনেক দুর পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। ফলে যারা একেবারে কম খরচে কোনও সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন, তাঁদের কাছে সুযোগ রয়েছে এই বাইক কেনার।
দেখুন অন্য খবর :







