Saturday, October 18, 2025
HomeScrollকেমন যাবে আপনার আজকের দিন
Zodiac Sign

কেমন যাবে আপনার আজকের দিন

গ্রহের রাশি পরিবর্তনে ভালো খারাপ দুই সময়ই আসে জাতক-জাতিকার জীবনে

ওয়েবডেস্ক- গ্রহের রাশি (Rashi) পরিবর্তনের কারণে প্রতিনিয়ত জাতক- জাতিকার জীবনের পরিবর্তন হয়। ভালো ও খারাপ সময় দুই মানুষের জীবনে আসবে।

 

মেষ- অপ্রত্যাশিত লাভ। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি। কর্মক্ষেত্রে আজকের দিনটি শুভ।

 

বৃষ– স্বাস্থ্যের দিকে নজর দিন। চোখের সমস্যা ভোগাতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা।

মিথুন- আজকের দিনটি যেকোনও দিক দিয়ে পূর্ণতা প্রাপ্তির দিন। প্রেমের সুখ সাগরে ভাসবেন।

কর্কট- বিবাহের যোগ তৈরি হবে। অবিবাহিতরা প্রেমের প্রস্তাব পাবেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

সিংহ- কর্মক্ষেত্রে উন্নতি। যারা এতদিন চাকরি খুঁজছিলেন, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মের যোগ।

কন্যা- কর্মক্ষেত্রে অযথা কারুর সঙ্গে বিতর্কে জড়াবেন না। নিজের মতো কাজ করে যান। শরীরের খেয়াল রাখুন।

আরও পড়ুন- ধনতেরাসে এই তিন রাশির জীবন সাফল্যে ভরে উঠবে

তুলা- চাকুরিজীবী ও ব্যবসায়ীদের আর্থিক উন্নতি। দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক- চাকুরি ক্ষেত্রে উন্নতি ও পদোন্নতি। সমাজে মান, সম্মান বাড়বে। অপ্রত্যাশিত লাভ।

ধনু- কারুর সঙ্গে হঠাৎ করে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আয়-ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে চলুন।

মকর- কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আর্থিক শ্রী বৃদ্ধি। মাতৃকূল থেকে আজ কোনও সুসংবাদ আসতে পারে।

কুম্ভ- সময়ের গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে পদোন্নতি। বিদেশ যাত্রার যোগ।

মীন-পারিবারিক আনন্দ। সন্তানের কোনও কাজে আজ আপনাদের গর্বিত করবে।

দেখুন আরও খবর- ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।,

 

Read More

Latest News