skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollশহরে হদিশ মিলল বেআইনি কল সেন্টারের, গ্রেফতার ৪০

শহরে হদিশ মিলল বেআইনি কল সেন্টারের, গ্রেফতার ৪০

Follow Us :

কলকাতা: এবার শহরে হদিশ মিলল বেআইনি কল সেন্টারের (Illegal call center)। পুলিশি অভিযানে সাফল্য পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা। গোপন সূত্রের খবর পেয়ে,  ৬০এ চৌরঙ্গী রোডের, ফ্ল্যাট নাম্বার- ১০ একটি আবাসনে হানা দেয় পুলিশ। ওই আবাসনে অবস্থিত ট্রান্স লিঙ্ক (TRANS LINK) নামে একটি কলসেন্টার বেশ কিছুদিন ধরেই নানান ধরনের বেআইনি কাজকর্ম চালাচ্ছিল বলে অভিযোগ। সেই অভিযোগের খবর পেয়ে তল্লাশিতে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের কর্তারা (Lalbazar Detective Department)। ঘটনায় মোট ৪০ জনকে গ্রেফতরা করা হয়েছে। এদিন ধৃতদের ব্যাংকশাল কোর্টে তোলা হয়।

মূলত অস্ট্রেলিয়ার বহু মানুষের নানান ধরনের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে  টেলস্ট্রা, আমাজন পে ব্যাকের মাধ্যমে টাকা ফেরত সংক্রান্ত বিষয়ে অ্যাসিস্ট করার নামে টাকা ফ্রন্ট করার কাজ চালিয়ে যায় তারা। যেখানে অস্ট্রেলিয়ার বহু নাগরিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অনৈতিকভাবে লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ আসে লাল বাজারের গোয়েন্দা বিভাগের কাছে। এর পরেই সাইবার সেল এ বিষয়টি নিয়ে খোঁজখবর করতে গিয়ে, TEAM VIEWER নামে একটি সফটওয়্যারের হদিস পান। এই সফটওয়্যারটি মনিটরিং করার সময়ই লালবাজারের সাইবার সেল এর এক্সপার্টদের নজরে আসে এই টাকা জালিয়াতির বিষয়টি। তারা বুঝতে পারেন এখান থেকেই বিদেশি ব্যাংকের বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে হাওলা রুটের মাধ্যমে বিটকয়েন ও গিফট কার্ডের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাজভবনের নিরাপত্তা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত

এরপরেই চৌরঙ্গী রোড এর ওই সংশ্লিষ্ট কল সেন্টারটির হদিস পান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা। বুধবার রাতেই সেখানে বড়সড় রেইড চালিয়ে ৩৫ জন পুরুষ পাঁচজন মহিলা সহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে ফৌজদারি আইনের একাধিক ধারায় অভিযোগ রেজিস্টার করা হয়। এদের কাছ থেকে ৫০ টি ডেক্সটপ, ৬ টি হার্ডডিস্ক, ১২ টি মোবাইল ফোন, ৩ টি রাউটার, ২ টি সার্ভার, এবং ৫০ টি আই ফোন সিজ করা হয়।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular