হ্যাংঝোউ: রবিবার ভালো খেলার পর, আজ সোমবারও এশিয়ান গেমসে ভাল ফল করতে চাইছে ভারত। শুরুটা হয়েছে জোড়া ব্রোঞ্জ দিয়ে। ৩ হাজার মিটার স্পিট স্কেটিংয়ে পুরুষ ও মহিলাদের দল ব্রোঞ্জ পদক জিতেছে।
পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে ভারতীয় দলের সঙ্গে মূলক লড়াই চাইনিজ তাইপেই ও দক্ষিণ কোরিয়ার। ভালোই শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু মাত্র ৫ সেকেন্ডের জন্য হাতছাড়া হয় সোনা বা রুপো। ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতে ভারতের আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে।
আরও পড়ুন: তামিমকে নিতে সুপ্রিম কোর্টে আবেদন
এই ইভেন্টে ৪ মিনিট ০৫.৬৯২ সেকেন্ড দৌড় শেষ করে সোনা জিতেছে চাইনিজ তাইপেই। ৪ মিনিট ০৫.৭০২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।
অন্য খবর দেখুন: