কলকাতা: রাহুল-প্রিয়াঙ্কার মতো কি বরখা-ইন্দ্রনীলের ভাঙা সম্পর্ক জোড়া লাগছে? ঘরের ব্যালকনিতে একসঙ্গে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও বরখা বিস্ত (Barkha Bisht)। বিচ্ছেদের পরে ফের কি সম্পর্ক জোড়া লাগল এই দুই তারকার? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ব্য়াপারটা নিয়ে একটু বিস্তারিত বলা যাক, ২০২১ সালে ইন্দ্রনীল ও বরখার ডিভোর্সের খবর শোনা যায়। শোনা যাচ্ছিল, টলিপাড়ার অন্যএক নায়িকার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের জড়িয়েছেন বলেই বিচ্ছেদ। তাহলে কী পুরনো তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসবেন ইন্দ্রনীল-বরখা? প্রায় ৩ বছর এক ছাদের তলায় নেই ইন্দ্রনীল ও বরখা। এই ছবির ঝলক সদ্য প্রকাশ্যে এসেছে। অনেকেই ভেবেছিলেন, বিচ্ছেদ না মিটলেও বোধহয় একসঙ্গে কাজ করার মত সহজ সম্পর্ক ফিরেছে ইন্দ্রনীল বরখার মধ্যে। কিন্তু আদপে তা নয়। আসলে এই ছবি রিয়েল নয়, রিল লাইফের। লকডাউনের সময়ে ‘চলতি রহে জিন্দেগি’ বলে একটি ছবির শ্যুটিং করেছিলেন বরখা ও ইন্দ্রনীল। সেই সময়ে তাঁদের দাম্পত্যে চিড় ধরেনি। এই ছবি তখনকার। এই ছবিতে ইন্দ্রনীল ও বরখার পাশাপাশি দেখা যাবে তাঁদের মেয়ে মীরাকেও।
আরও পড়ুন: পশ্চাৎদেশের ছবি নয়! পাপারাৎজিদের কড়া নির্দেশ জাহ্নবীর
একটি সাক্ষাৎকারে, ইন্দ্রনীলকে নিয়ে বরখা বলেছেন, ‘আমরা বিচ্ছেদের পরে একসঙ্গে কাজ করিনি। শুট হয়েছিল লকডাউনের সময়। আমাদের বিবাহিত জীবন ছিল আনন্দে পূর্ণ। তার পরেই সংসারে অশান্তি শুরু হয় দুজনের। বরখা স্পষ্ট করেছেন, তাঁদের সম্পর্ক ঠিক একই জায়গাতেই রয়েছে। সম্পর্কের মধ্যে এখনও দূরত্ব রয়েছে।
অন্য খবর দেখুন