তেল আভিভ: লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইজরায়েলি সেনার মৃত্যু বা অস্ত্র ধ্বংসের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হোক চাইছে না তেল আভিভ। স্থানীয় গণমাধ্যমকে হুঁশিয়ারি নেতানিয়াহু প্রশাসনের। লেবাননের সামরিক শক্তি দেখে হতবাক হিজবুল্লা। মাথায় হাত দখলদারদের। ক্ষুরাধার যুদ্ধনীতি, নিয়ন্ত্রণ, কঠোর নেতৃত্ব ইজরায়েলি সেনার জন্য পদে পদে ঝুঁকি তৈরি করছে। জেদের বসে লেবাননে স্থল অভিযানের মাসুল গুণছে ইজরায়েল।
আরও পড়ুন: ড্রোন হামলার ঝুঁকিতে ছেলের বিয়ে বাতিল নেতানিয়াহুর –
লেবাননের সীমান্তে হিজবুল্লার লাগাতার হামলায় ইজরায়েলের ঘাঁটিগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইজরায়েলি সেনারাও আজ ক্লান্ত। মানসিক অবসাদের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ভাইরাল পোস্টগুলিতে দাবি করা হয়েছে, ইজরায়েলের কর্মকর্তারা বুঝতেই চায় না তাদের দুর্বলতা। সীমাবদ্ধতা ও ঝুঁকি নিয়ে তারা মিশন শুরু করার নির্দেশ দেয়।
অপরদিকে, ড্রোন হামলার ভয় নিয়ে দিন কাটাচ্ছেন নেতানিয়াহু। পিছিয়ে দিয়েছেন ছেলের বিয়ে। সীমান্তে স্বাধীনতাকামী গোষ্ঠীটির সঙ্গে পেড়ে উঠছে না হিজবুল্লা। সূত্রের খবর, ইজরায়েল যতই হামলা করুক হিজবুল্লা দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম হবে।
দেখুন আরও খবর: