আরামবাগ: বুক পেতেছি গুলি কর… জাস্টিস ফর আর জি কর। ছাত্র যুব একই স্বর জাস্টিস ফর আরজি কর। হাম ছিনকে লেঙ্গে আজাদি…..স্লোগান ছাত্র ছাত্রীদের মিছিল। শহর ও শহরতলির পর আরামবাগের প্রত্যন্ত গ্রামের স্কুল পড়ুয়ারা বিচার চেয়ে পথে নামল। প্রশ্ন উঠছে এবার কি বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হচ্ছে এপার বাংলার ছাত্রছাত্রীরাও? রবিবার আরজি করের ঘটনায় বিচারের দাবিতে পথে নামে আরামবাগের প্রত্যন্ত গ্রাম কানপুরের ছাত্র ছাত্রীরা। নির্যাতিতার খুনিদের দ্রুত শাস্তি ও বাংলার মেয়েদের নিরাপত্তা নিয়ে র্যালী করে ছাত্র ছাত্রীরা। আর সেই মিছিল থেকেই এই স্লোগান উঠতে দেখা যায়।
ছাত্র ছাত্রীদের দাবি, বাংলার কোনায় কোনায় আজ মহিলাদের নিরাপত্তা নেই। ছাত্র ছাত্রীদের প্রতিবাদের ভাষাও কেড়ে নিতে চাইছে বর্তমান শাসক। আন্দোলন না করতে পারার জন্য বিদ্যালয়গুলিতে নির্দেশিকা দেওয়া হচ্ছে। এভাবে আন্দোলন দমানো যাবে না। যদিও আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ শাসকদলের লোকজন তাদের ঘেরাও করে রাখে। পরবর্তীতে আরামবাগ থানার পুলিশ গিয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ঘেরা মুক্ত করে।
আরও পড়ুন: পুনর্বাসন ছাড়া শান্তিপুর রেল স্টেশনে দোকান উচ্ছেদ
আগামী ২৭ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বাংলার ছাত্র সমাজ। তার প্রাক্কালে ছাত্র ছাত্রীদের র্যালী থেকে এধরনের স্লোগান যতেষ্ট তাৎপর্যপূর্ন বলে মনে করা হচ্ছে,যা শাসকের চিন্তার কারণ হয়ে উঠবে। এ প্রসঙ্গে সিপিএম নেতা বিপ্লব কুমার মৈত্র বলছেন সরকার যে কোন আন্দোলনে দমিয়ে দিতে চাইছে। আর এনিয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী ঘেরায়ের অভিযোগ মানতে চাননি। তার দাবি সবই বিরোধীদের চক্রান্ত।
অন্য খবর দেখুন