কলকাতা: এটাকেই হয়তো বলে মিরাকল। কোয়েল (Koel Mallik) ম্যাজিক শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয়, বাস্তবেও কোয়েলর ম্যাজিক একেবারে সুপারহিট। বিশেষভাবে সক্ষম ভাইদের ফোঁটা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এদিন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই, হারানো ছেলেকে খুঁজে পেল পরিবার।
পোস্টে কোয়েল লেখেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি সুজয়কে ভাইফোঁটা দেওয়ার ভিডিয়োটা আমরা শেয়ার করেছিলাম। সেখান থেকেই ওঁর পরিবার ওকে চিনতে পারে। অনেক বছর আগেই সুজয় তাঁর পরিবারকে হারিয়ে ফেলেছে। কিন্তু, ভিডিয়োটা দেখে সুজয়কে তাঁর পরিবারের সদস্যরা চিনতে পারেন। মুর্শিবাদের হারিয়ে যাওয়া ছেলেকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারাটা এই ভাইফোঁটার সেরা উপহার। এর চেয়ে ভাল আর কিছু হতেই পারে না’।
আরও পড়ুন: বাংলাদেশের অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন সোহিনী
ভাইফোঁটার সেরা উপহার পেয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রী হিসাবে তাঁর যেমন জনপ্রিয়তা, রিয়েল লাইফেও তিনি সকলের বড্ড প্রিয়। ছিমছিম সাজগোজ, নরম স্বভাবের জন্য কোয়েল মল্লিকই ভক্তদের নজরে টলিউডের আসল কুইন।
প্রসঙ্গত, হেমলক সোসাইটি, অরুন্ধতী, এমএলএ ফাটাকেষ্ট, মিতিন মাসির মতো বেশ ছবিতে একেবারে অন্য কোয়েলকে দেখেছে দর্শক। তাঁর অভিনয় প্রতিভা বারবার মুগ্ধ করে দর্শককে।
অন্য খবর দেখুন: