ওয়েবডেস্ক- ২৫ তম এসসিও (SCO) বৈঠকে যোগ দিতে শনিবার ড্রাগনে দেশে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । আজ এক দ্বিপাক্ষিক বৈঠকে ভারত (India) ও চীন (China) পুরনো সব শত্রুতা ভুলে এগিয়ে যাওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এ বছরের পঞ্চমবারের মতো আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং (Chinese President Xi Jinping) । এতে অংশ নিচ্ছেন ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। নিয়মিত সদস্য ছাড়াও অতিথি এবং পর্যবেক্ষক হিসাবে বেশ কয়েকটি দেশের প্রধানকে এবারের এসসিও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন- চীনে এসসিও বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী ওলির সঙ্গে সাক্ষাৎ মোদির
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরে এই প্রথম শেহবাজ শরিফের (Pakistan Prime Minister Shehbaz Sharif) সামনাসামনি মোদি। রবিবার বিশ্ব নেতাদের সঙ্গে একসারিতে দাঁড়িয়ে ছবি তুললেন, কিন্তু শেহবাজ শরিফের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন নরেন্দ্র মোদি।
সম্মেলনের প্রথম দিনেই অতিথিদের জন্য একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ান। সেখানে ফ্যামিলি ছবি তুলতে গিয়ে খুব স্বাভাবিক ভাবে সামনের সারিতে দাঁড়াতে হয়। সেখানে দুজনেই দুজনের থেকে দূরত্ব বজায় রাখলেন। সামনের সারিতে থাকলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রথম সারিতে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
দেখুন আরও খবর-