ওয়েবডেস্ক- ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald case) সোনিয়া (Sonia Gandhi), রাহুলের (Rahul Gandhi) বিরুদ্ধে আদালতে একগুচ্ছ অভিযোগ জানাল ইডি (ED)। এই মামলায় ইডি আদালতে জানায়, ২০০০ কোটি টাকার সম্পত্তির জন্য সোনিয়া ও রাহুল গান্ধী দিয়েছেন ৫০ লক্ষ টাকা।
ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রকাশ করত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড(এজেএল)। অসৎ উদ্দেশ্যে আলাভজনক সংস্থা হিসেবে তৈরি করা হয় ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড।
ইয়ং ইন্ডিয়ানে সোনিয়া ও রাহুলের শেয়ার ৩৮ শতাংশ করে মোট ৭৬ শতাংশ। কংগ্রেস পার্টির কাছ থেকে এজেএল-এর নেওয়া ৯০ কোটি টাকার ঋণ শোধ করার নামে ওই শেয়ার সোনিয়া ও রাহুলকে দেওয়া হয়। আর এভাবেই এজেএল-এর সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের নামে হস্তান্তর করে তা গান্ধী পরিবারের ওই দু’জনের হাতে তুলে দেওয়া হয়। এজেএল সেই সময়ে লাভজনক সংস্থা না হলেও তাদের ২০০০ কোটি টাকার সম্পত্তি ছিল। যার সামান্য অংশ বিক্রি করলেই ৯০ কোটি টাকা সংগ্রহ করা যেত। রাউস এভিনিউ আদালতকে জানান ইডির আইনজীবী।
আরও পড়ুন- মহারাষ্ট্রে কৃষকদের করুণ অবস্থা! প্রকাশ্যে এল রিপোর্ট
এজেএলের ফান্ড অবৈধভাবে লেনদেনে কংগ্রেসের বেশ কিছু সিনিয়র নেতা যুক্ত ছিলেন। বহু বছর ধরে সাজানো বিল দেখিয়ে ওই সংস্থার অর্থ আত্মসাৎ করা হয়েছে। জানানো হয় আদালতকে। শুনানি চলছে।
বুধবার দিল্লির আদালতে ইডির পক্ষ থেকে সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, এই মামলায় এখনও পর্যন্ত আমরা কংগ্রেসকে অভিযুক্ত করিনি। কিন্তু ভবিষ্যতে পর্যাপ্ত প্রমাণ মিললে আমরা দলের বিরুদ্ধেই চার্জশিট পেশ করতে পারি। ২০১২ সালে জাতীয় হেরাল্ড মামলার প্রথম অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগ দায়ের করেন, বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামী। তবে ২০১৪ সাল থেকে এই মামলার তদন্তভার হাতে নেয় ইডি।
দেখুন আরও খবর-