নয়াদিল্লি: দরজা বন্ধ করে দেওয়াটা উপযুক্ত পদক্ষেপ নয়। শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করার দাবির জেরে অভিমত সুপ্রিম কোর্টের (Supreme Court)। মামলার শুনানির ভিডিও সমাজ মাধ্যমে অনায্যভাবে ব্যবহারের পরিপ্রেক্ষিতে লাইভ স্ট্রিমিং (Live Streaming) বন্ধ করার দাবি তোলে কর্ণাটক হাইকোর্টের আইনজীবীদের সংগঠন ও সমাজের আরও কিছু অংশ।
রৌদ্রের তুলনা কেবলই রোদ্দুর। আদালতে যা হচ্ছে, তা লুকিয়ে কোনও লাভ নেই। কারণ সেখানকার প্রতিটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দরজা বন্ধ করে দেওয়াটা সঠিক পদক্ষেপ নয়। বরং প্রতিবন্ধকতা অতিক্রম করে চার দেওয়ালের বাইরে গিয়ে সোজা হয়ে দাঁড়ানোটা জরুরি। মন্তব্য প্রধান বিচারপতির।
আরও পড়ুন: লেবাননে ইজরায়েলের বড় হামলার মধ্যেই মৃত্যু হামাস প্রধানের?
কর্ণাটক বিচারপতির মন্তব্যকে ঘিরে সমাজ মাধ্যমে অত্যন্ত উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সলিসিটর জেনারেলের অভিমত যে, সমাজ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু এই ভয়ঙ্কর মাধ্যমটি সম্পর্কে উপযুক্ত সহমত গঠন করা প্রয়োজন। এমন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে শুরু করা স্বতঃপ্রণোদিত মামলা উপরোক্ত অভিমত দিয়ে নিষ্পত্তি করে দিয়েছে।
আরও খবর দেখুন