ওয়েব ডেস্ক: ফের আজ উত্তাল হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বাংলার হিন্দুরা দোলের দিনও আক্রমণের হাত থেকে রেহাই পেল না এই অভিযোগ তুলে ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিরোধী দলের। আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির ওয়াকআউট প্রসঙ্গে মন্তব্য করেন ‘ বিরোধী দল মেরুকরণের চেষ্টা করছে’। তিনি আরও বলেন, ‘ বিজেপির এই ধর্মীয় মেরুকরণের বিষয়টি কার্য বিবরনী থেকে বাদ দিন।আমরা জনপ্রতিনিধিরা এখানে শপথ নিয়ে আসি সেখানে এসে এরকম করা যায় না।হিন্দু হিন্দু করছে।ওদের কি দায়িত্ব দিয়েছে হিন্দুত্বের।বড় হিন্দু দেখাচ্ছে।’
আরও পড়ুন: ‘হিন্দু নির্যাতন’, সরকারের বিবৃতি দাবিতে ফের উত্তাল বিধানসভা
এই প্রসঙ্গে বলতে উঠে অরুপ বিশ্বাস বলেন প্রতিদিন এরা হাউসের সময় নষ্ট করছে।আমরা সংবিধানের শপথ নিয়ে সদনে আসি।যারা মানুষের কথা বলার জন্য এখানে এসে মানুষের্যকথা না বলে খালি ধর্মীয় মেরুকরণের রাজনিতী করছে।আপনাকে ব্যাবস্হা নিতে হবে।
অধ্যক্ষ বলেন ঐ ধর্মীয় কথা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।বিধানসভা পরিচালনা র জন্য সবায়ের সহযোগীতা চা ই।মুখ্যমন্ত্রী এ বিষয়ে (দোলের দিনে হিংসার ঘটনার) বিস্তারিত বলেছেন।আশা করবো এই ধরনের ভাষা থেকে বিরত থাকবেন সবাই।
দেখুন অন্য খবর