হানঝাউ: ফের ভারতের ঝুলিতে সোনা (Gold Medal)। শুক্রবার সকালে বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর (Aishwary Pratap Singh Tomar), কুশল স্বপ্নিল (Swapnil Kusale) এবং অখিল শিয়োরান (Akhil Sheoran) পদক জিতলেন এশিয়ান গেমসে (Asian Games 2023)। একইসঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগেও সোনা জয়। পলক গুলিয়া (Palak Gulia) জিতলেন সোনা। রুপো পেলেন এষা সিংহ (Esha Singh)। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক।
শুক্রবার শুটিং থেকে ১৫তম পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা। তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। সেটাও শেষ বিশ্ব রেকর্ডের থেকে বেশি ছিল।
আরও পড়ুন: মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা
যে ভাবে পারফর্ম করছেন শুটাররা, তাতে আরও পদক আসতে পারে বলে মনে করছেন সকলে। দু’দিন আগেই ১০ মিটার এয়ার রাইফেলে দেশের হয়ে প্রথম সোনা জিতেছিলেন ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। টিম ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল।
এদিন ব্যক্তিগত বিভাগে ভারতের পলক ২৪২.১ পয়েন্ট করে সোনা জিতলেন। গেমসের রেকর্ডও ভেঙে দেন তিনি। এষা ২৩৯.৭ পয়েন্ট পেয়ে রূপো জেতেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের কিশমালা তলত।
এশিয়ান গেমসে শুটিং থেকে ভারতের সব থেকে বেশি পদক জয়ের রেকর্ডও ভেঙে দিলেন প্রতাপেরা। দোহাতে ভারতের শুটারেরা ১৪টি পদক জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার। বৃহস্পতিবারও শুটিং থেকে সোনা জিতেছিল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা এনে দিয়েছিলেন রবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন তাঁরা।
দেখুন আরও খবর: