Tuesday, August 5, 2025
HomeScrollচিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু সোনারপুরে
Sonarpur

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু সোনারপুরে

গলব্লাডার অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন রোগী

Follow Us :

সোনারপুর: এবার চিকিৎসার গাফিলতির (Medical Negligence) অভিযোগ উঠল সোনারপুরের (Sonarpur) এক বেসরকারি হাসপাতালের (Private Hospital) বিরুদ্ধে। গত রবিবার সোনারপুর তেমাথা এলাকার একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) গলব্লাডার অপারেশনের (Operation) জন্য ভর্তি হয়েছিলেন ক্যানিংয়ের তালদি এলাকার বাসিন্দা বছর ৫৫ এর সাবিত্রী গায়েন কীর্তনিয়া। সোমবার তাঁর অপারেশন হয়। তারপরের দিন মঙ্গলবার দুপুর ২ নাগাদ মৃত্যু হয় সাবিত্রী দেবীর। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে সঠিকভাবে তাঁর চিকিৎসা হয়নি। চিকিৎসার গাফিলতির (Medical Negligence) কারণেই মৃত্যু হয়েছে সাবিত্রীর।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে (Hospital Area)। রোগীর পরিবারের অভিযোগ, অপারেশন চলাকালীন হৃদরোগে সাবিত্রী আক্রান্ত হন বলে তাঁদের জানানো হয়। এরপর তাঁকে সিসিইউতে (CCU) স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে কার্ডিওলজি বিভাগ (Cardiology Department) না থাকা সত্ত্বেও কেন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হল না সেই প্রশ্ন তুলেছেন সাবিত্রীর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: উত্তরপাড়ায় এক তরুনীকে রাসায়নিক তরল ছুঁড়ে মারার অভিযোগ

অপারেশনের পর থেকে কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি বলেও অভিযোগ। এমনকি মঙ্গলবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও কোনও চিকিৎসক চিকিৎসার জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। যদিও এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39