Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollঅভিবাসীদের বিরুদ্ধে গর্জে উঠল লন্ডন, পথে লক্ষ মানুষের জমায়েত
Anti-Immigrants Protest

অভিবাসীদের বিরুদ্ধে গর্জে উঠল লন্ডন, পথে লক্ষ মানুষের জমায়েত

টমির ডাকে প্রায় এক লাখ মানুষের জমায়েত হয় মধ্য লন্ডনে

ওয়েব ডেস্ক: বিক্ষোভের আগুনে জ্বলছে বিশ্বের একের পর এক দেশ। কয়েকদিন দিন আগেই তরুণ তুর্কিদের বিক্ষোভের আগুনের পুড়ে ছিল নেপাল। এবার বিদ্রোহের আগুন জ্বলল লন্ডনেও (Anti-Immigrants Protest London)। শনিবার সেন্ট্রাল লন্ডন দেখল ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বড় ডানপন্থী বিক্ষোভ। লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছেন লন্ডনের রাস্তায়। ইংল্যান্ডের জাতীয় পতাকা, বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে আন্দোলনে সামিল। সবার একই দাবি, অনাবাসীর সংখ্যায় রাশ টানতে হবে। ব্রিটেনে ইংরেজদের চেয়েও ‘বাইরের’ লোকজনের ক্ষমতা হয়ে যাচ্ছে বেশি। এই ব্যবস্থা অনেকেই মেনে নিতে পারছেন না।

লন্ডনের রাস্তায় শনিবার তাঁরা বিক্ষোভ দেখালেন। লক্ষ মানুষের জমায়েতে অভিবাসনের বিরুদ্ধে গর্জে উঠল ব্রিটেনের রাজধানী। সেন্ট্রাল লন্ডনের রাস্তায় শুধু মানুষ আর মানুষ। শনিবার দেখা গেল এমনই দৃশ্য। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মূলত এই আন্দোলন। পাশাপাশি ব্রিটিশ রাজনীতির বর্তমান অবস্থার প্রতি হতাশা প্রকাশ করেও সমবেত হন মূলত অতি ডানপন্থী নাগরিকরা।টমির ডাকে প্রায় এক লাখ মানুষের জমায়েত হয় মধ্য লন্ডনে। রবিনসনের ডাকে এই মিছিলের নাম ছিল ‘ইউনাইট দ্য কিংডম’। ব্রিটেনের বহু জায়গা থেকে ইউনিয়ন জ্যাক হাতে মিছিলে হাজির হন মানুষ। লক্ষ মানুষের জমায়েতে অভিবাসনের বিরুদ্ধে গর্জে উঠল ব্রিটেনের রাজধানী। পুলিশের সঙ্গে চলল দেদার ধস্তাধস্তি, ধরপাকড় পুলিশের অভিযোগ, এই জমায়েত থেকে বেশি কিছু পুলিশকর্মীকে আক্রমণ করা হয়।কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই মিছিলের কারণে মধ্য লন্ডনের বহু রাস্তা অবরুদ্ধ হয়ে পরে।

আ়রও পড়ুন: রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটির আগেই প্যালেস্তাইন নিয়ে হুঁশিয়ারি নেতানিয়াহুর!

মিছিলে সামিল হওয়া সকলের একটাই দাবি ছিল, অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। ব্রিটিশ নাগরিকদের একটা বড় অংশ মনে করছেন, অবৈধভাবে আসা অভিবাসীরা চাকরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। “মিছিলের মাঝে দাঁড়িয়ে আহ্বাক রবিনসন বলেন, ‘‘এখন ব্রিটিশদের চেয়ে আদালতে অভিবাসীদের অধিকার বেশি। অথচ ব্রিটিশরাই এই দেশ তৈরি করেছে।’’ ফ্রান্সের দক্ষিণপন্থী নেতা এরিক জ়েমোর লন্ডনের মিছিলে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘আমাদের এখানে ইউরোপীয়দের সরিয়ে দিয়ে দক্ষিণের দেশগুলি থেকে আসা মানুষ, ইসলামীয় সংস্কৃতি থেকে আসা মানুষ জাঁকিয়ে বসছেন। একসময় যে সমস্ত দেশ আমাদের উপনিবেশ ছিল, আমরা যাদের শাসন করতাম, এখন তারাই আমাদের এলাকা দখল করে নিচ্ছে।

 অন্য খবর দেখুন

Read More

Latest News