তমলুক: বাড়িতে অসুস্থ বাবা। স্ত্রী সন্তানদের নিয়ে কুঁড়েঘরে আশ্রয়। বঞ্চিত সরকারি বাড়ি (Awas Yojana) পাওয়া থেকে। বিজেপি (BJP) করার অপরাধে বঞ্চিত আবাস যোজনার বাড়ি থেকে, এমনটাই অভিযোগ ওই ভুক্তভোগী পরিবারের, শুরু রাজনৈতিক তরজা।
পূর্ব মেদিনীপুরের তমলুকের নাইকুড়ি ব্লকের অনন্তপুর ২নং গ্রাম পঞ্চায়েতের রাজনগর বাহারজলা গ্রাম। সেখানকার বাসিন্দা সেখ জেইনুদ্দিন। দীর্ঘদিন ত্রিপল ঘেরা ছোট্ট ঘরের মধ্যে বসবাস তাঁর পরিবারের। ব্লক থেকে শুরু করে জেলা শাসক দফতর পর্যন্ত লিখিত আবেদন করেছিলেন আবাস যোজনার বাড়ির জন্য। কিন্তু, বারে বারে বঞ্চিত করা হয়েছে এই সংখ্যালঘু পরিবারকে। কারণ একটাই, জেইনুদ্দিনের পরিবার বিজেপি করে। আর এই বিজেপি করার অপরাধে তাঁদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এমনকী তাঁদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা দাবি করা হয় আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য। তাতে এই পরিবার রাজি না হওয়ায় তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে আবাস যোজনার তালিকা থেকে। সমীক্ষা হলেও তালিকায় নাম নেই তাঁদের, এমনটাই অভিযোগ ওই পরিবারের।
আরও পড়ুন: উপনির্বাচনের দিন মাদারিহাটের বেহাল দশা নিয়ে সরব পদ্মশ্রী লেখক
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে সেখ জেইনুদ্দিনের স্ত্রী রোহিমা বিবি বিজেপির প্রার্থী হয়ে শাসকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও কয়েকটা ভোটে পরাজিত হয়েছিলেন তিনি, তারপর তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত তাঁদের পরিবারকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ। ঝড়-বৃষ্টি, বন্যায় জলের উপরেই ওই বাড়িতে বসবাস করতে হয়েছে তাঁদের।
দেখুন অন্য খবর: