নয়াদিল্লি: সংবিধান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রায়বেলির সাংসদ বলেন, রাহুল গান্ধী বলেন, সংবিধানের কোথায় লেখা আছে ধর্ষক ঘুরে বেড়াবে, আর ধর্ষিতার পরিবার প্রাণভয়ে নিজের ঘরে বন্দি হয়ে থাকবে? বিজেপি সংবিধানকে সম্মান করে না। সাভারকার বিশ্বাস করতেন যে মনুস্মৃতি দ্বারা সংবিধানকে বাতিল করা উচিত। সাভাকরের লিখেছিলেন, আমাদের সংবিধানে ভারতীয় বলে কিছু লেখা নেই। সংঘ পরিবার সংবিধানে বিশ্বাস করে না, মনুস্মৃতিতে বিশ্বাস করে।’ সাভাকরের প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ করে রাহুল বলেন, বিজেপি সংবিধান রক্ষার কথা বলে। মহাত্মা গান্ধী জেলে গিয়েছিলেন, নেহেরুজি জেলে গিয়েছিলেন। সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে পাঠিয়েছিলেন। আমরা সংবিধান মেনে চলে। বিজেপি সেটা করে না। ওদের বই হল মনুস্মৃতি।
এদিন সংসদে রাহুলের ভাষণে উঠে এল মহাভারতের প্রসঙ্গ। একলব্যের থেকে আঙুল গুরুদক্ষিণা হিসেবে গুরু দ্রোণাচার্যকে দিয়েছিলেন। সেই উদাহরণ টেনে লোকসভার বিরোধী দলনেতা বলেন, যে ভাবে একলব্যে তাঁর আঙুল গুরদক্ষিণা হিসেবে দিয়েছিলেন, সেরকম এ দেশের সরকার কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া জাতির মানুষের থেকে গুরুদক্ষিণা নিয়ে চলেছেন। ধারাভি বস্তি আদানিকে দিয়ে উদ্যোগপতিদের আঙুল কেটে নিয়েছেন। ভারতের বিমান, বিমানবন্দর আদানিকে দিয়ে ব্যবসায়ীদের আঙুল কেটে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
कुछ दिन पहले मैं हाथरस गया। हाथरस में चार साल पहले एक लड़की का गैंग रेप हुआ। जिन्होंने गैंगरेप किया, आज वह बाहर घूम रहे हैं, जबकि लड़की का परिवार अपने घर में बंद है।
लड़की का परिवार बाहर नहीं जा सकता है और जो अपराधी हैं, वो रोज़ पीड़िता के परिवार को धमकाते हैं।
परिवार ने मुझे… pic.twitter.com/yLA4N1Wgae
— Congress (@INCIndia) December 14, 2024
অন্য খবর দেখুন