কলকাতা: রাজারহাটে (Rajarhat) একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মীকে কুপিয়ে খুন। মৃতের নাম প্রসূন বিশ্বাস (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি বনগাঁর বাসিন্দা। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার বিকাল ৪ টে নাগাদ রাজারহাট কাজিয়ালপাড়ায় একটি বহুতল আবাসনের নীচে অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের পাশের গলিতে ব্যাঙ্ককর্মীকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারা হয়। চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় ওই ব্যাঙ্ককর্মীকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ককর্মী প্রসূন বিশ্বাস ব্যাঙ্কে ছিলেন তখন তাঁর কাছে একটি ফোন আসে। ফোন পেয়ে বাইরে বেরিয়ে পাশের গলিতে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা যুবক এলোপাথারি কোপাতে থাকে। তবে কী কারণে এই খুন পরিষ্কার নয়। কারণ জানতে ধৃত যুবককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশের। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র।
আরও পড়ুন: শ্রীলঙ্কার ছায়া বাংলাদেশে, জনরোষে ভাঙচুর রাষ্ট্রপ্রধানদের বাসভবন
আরও খবর দেখুন