কলকাতা: পাঁচ ঘণ্টা পর ইডি অফিস ছাড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখী হয়ে অভিনেত্রী দাবি করেন, রেশন দুর্নীতির সঙ্গে তার কোনও যোগ নেই। ইডির তদন্তে সহযোগিতা করেছি। যা যা নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না। ফের ডাকা হয় তো হাজিরা দেব।
রেশন দুর্নীতির মামলার তদন্তে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে আসে। তাঁর এক সংস্থায় দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে বলে তথ্য সামনে এসেছে। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেন এক তদন্তকারী অফিসার। সেই তথ্যের ভিত্তিতে রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। বুধবার সকালে অভিনেত্রী তাঁর আপ্ত সহায়ক ও নিজস্ব নিরাপত্তারক্ষীকে নিয়ে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দেন অভিনেত্রী।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রীকে মারধর
উল্লেখ্য, এর আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে সেইদিন তিনি আমেরিকায় থাকার কারণে সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিনের আবেদন করেন। ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী সিজিও কমপ্লেসে এলেন।
দেখুন ভিডিও