নয়াগ্ৰাম: স্কুলের মধ্যে ধস (Collapse in school)। ক্লাস চলাকালীন রুমের একাংশ মাটির তলায় ঢুকে যায়। ,সেই সঙ্গে ৪জন ছাত্রও গর্তে ঢুকে যায়। ঘটনায় আহত একজন। ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয় (Nichu Patina Primary School)। রোজকার মতো স্কুলে ক্লাস চলছিল। স্কুল ভরতি ছাত্রছাত্রী। তার মাঝে ঘটল বিপত্তি। স্কুলের একাংশ মাটির তলায় ঢুকে গেল। ঘটনায় আতঙ্কে স্কুলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
আরও পড়ুন: বিজেপি পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, আতঙ্কে ঘরছাড়া
বুধবার অন্যান্য দি্নের মতোেই ক্লাস চলছিল। সেই সময় আচমকাই ক্লাস রুমের একাংশ মাটির তলায় ঢুকে যায়। মিডডে মিলের চালের বস্তা, বেঞ্চ সমেত প্রায় ৫ফুট গর্তের মধ্যে ঢুকে যায়। ওই খানে বসে থাকা চারজন ছাত্রও গর্তে পড়ে যায়। শিক্ষকদের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌঁছে দেওয়া হয়। যদিও ক্লাসের একাংশ ধস নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসীন্দাদের বক্তব্য ২০০৬ সালে বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুবর্নরেখা নদীর ৫০০ মিটারের মধ্যে এই স্কুল। সম্ভবত নিচের মাটি হালকা হয়ে যাওয়ার জন্যই এই ধস নামে। ঘটনাস্থলে পুলিশ যায়, বিষয়টি ক্ষতিয়ে দেখছে।
অন্য খবর দেখুন