ওয়েবডেস্ক- বিজেপি বিধায়কের (BJP MLA) স্ত্রীকে এসআইআর নোটিস (SIR Notice) । স্ত্রীকে নিয়ে বিডিও অফিসে গিয়ে SIR এর ফ্রম ফিলাপ করালেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ (Khanakul MLA Sushant Ghosh) । এবার বিজেপি বিধায়কের স্ত্রীকে শুনানিতে নোটিস কমিশনের। এসআইআর এ এবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রী অর্চনা ঘোষকে শুনানিতে ডাকা হয়েছে।
খানাকুল ২ নং বিডিও অফিস সূত্রে এই খবর মিলেছে।আর সেই নোটিস পেয়ে সুশান্ত ঘোষ তার স্ত্রী অর্চনা কে নিয়ে সটান হাজির খানাকুল ২ নং বিডিও অফিসে। SIR এর ফর্মপূর করলেন সুশান্তর স্ত্রী অর্চনা।
আর এই শুনানিতে আসার পর তিনি বলেন, আজ আমার স্ত্রী এসআইআর ফ্রম ফিলাপ করলেন। তৃণমূল অপপ্রচার করছে যে, বিজেপি এসআইআর এ বেছে বেছে বিরোধীদের নাম পাঠাচ্ছে। এবার সেটা ভুল প্রমাণিত হল।
আবার এও প্রমাণিত যে, বিরোধীদেরও নাম আসছে শুনানিতে। সুতরাং নির্বাচন কমিশন তার নিজের কাজ করছেন সংবিধান মেনেই। যদিও এই নিয়ে তৃণমূল বলছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এটা বিজেপির রাজনৈতিক কৌশল।
আরও পড়ুন- SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
উল্লেখ্য, এসআইআর শুনানি নিয়ে ভোটের আগে এক ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। অনেক দামি, প্রতিষ্ঠিত মানুষকে ডাকা হয়েছে শুনানিতে তার মধ্যে রয়েছেন অর্মত্য সেন। যা নিয়ে সরব হতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি বিজেপির ঘরেও আসতে শুরু করেছে এসআইআর নোটিস। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এর মা, প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের স্ত্রীকে।







