ওয়েব ডেস্ক: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে! আর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল পাস নিয়ে শুরু হল তরজা। উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল। তবে সেই বিল দুই বছর পেরিয়ে গেলেও সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আর এবার রাজভবন (Rajbhaban) সূত্রে খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই বিল সই করার বদলে তা রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। আর এই কান্ডর পরই প্রশ্ন সামনে আসছে তাহলে কি ফের রাজ্য-রাজ্যপালের সংঘাত ফেরত আসতে চলেছে?
আরও পড়ুন: রেল লাইনে বসে স্কুল পড়ুয়ারা, শিয়ালদহ দক্ষিণ শাখায় কী অবস্থা?
২০২২ সালের জুন মাসে বিধানসভাতে ‘ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন ২০২২’ এই বিলটি পেশ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বিলে প্রস্তাব আনা হয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেই পদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সেই নিয়েই তরজা তুঙ্গে। তবে এবার জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।
দেখুন অন্য খবর