ওয়েবডেস্ক- বিপর্যস্ত (Natural Disaster) উত্তরবঙ্গে (Uttarbanga) ত্রাণ বিলি করতে করতে উন্মত্ত জনতার ক্রোধের বহিঃপ্রকাশ ঘটে সাংসদ (MP)-বিধায়কদের (MLA) উপরে। আক্রমণের শিকার হন মালদার উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Malda North Khagen Murmu), শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ (Shiliguri MLA Shankar Ghosh) ও কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও। পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ (Jalpaiguri District Police)।
পুলিশের সঙ্গে বৈঠকে তৃণমূলের সুদীপ রাহা (TMC Sudip Raha) জানালেন, নাগরাকাটা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলা পুলিশ কীভাবে ৪ জনকে গ্রেফতার করেছে। সেইসঙ্গে রাহা বলেন, ত্রিপুরা সফরকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় চার বছরেরও বেশি সময় ধরে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
সাংবাদিক সম্মলনে তৃণমূলের সুস্মিতা দেব (Susmita Dev) ত্রিপুরার বিজেপি মুখপাত্র কীভাবে প্রকাশ্যে স্বীকার করেছেন যে তারা আমাদের আগরতলা পার্টি অফিসে এআইটিসি পোস্টার এবং ব্যানার ভাঙচুরের সাথে জড়িত ছিলেন তা তুলে ধরছেন।
বিজেপি নেতাদের দ্বারা আমাদের আগরতলা পার্টি অফিসে যে ভাঙচুর চালানো হয়েছিল তার ঘটনায় এআইটিসি আনুষ্ঠানিকভাবে পুলিশে অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গে সাংসদ-বিধায়ককে আক্রমণ কাণ্ডে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন, নাগকাটায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে বিজেপির অভিযোগ, মূল অভিযুক্তরা এখন অধরা।
আরও পড়ুন- খগেন কাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন
গত ৬ তারিখা নাগরাকাটা খয়েরবাড়িতে ত্রাণ দিতে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ । তাদের প্রাণে মেরে ফেলার অভিযোগ ওঠে। দুজনের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা কোনওভাবে সাংসদ ও বিধায়ককে রক্ষা করেন। পাথরের আঘাতে আহত হন সাংসদ খগেন মুর্মু। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার চোখে নিচে হাড় গুড়িয়ে গেছে বলে জানা গেছে। সেই রাতে নাগরাকাটা থানায় বিক্ষোভ দেখান বিজেপির সাংসদ মনোজ টিজ্ঞা সহ নেতা কর্মীরা।
সেই রাতে নাগরাকাটা থানায় বিক্ষোভ দেখান বিজেপির সাংসদ মনোজ টিগ্গা-সহ নেতা কর্মীরা ।বিজেপির নাগরাকাটার ১ নম্বর মণ্ডলের পক্ষ থেকে ভিডিয়োতে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষকে মারধর করতে দেখা গিয়েছে এমন আটজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়। এই অভিযুক্তরা হলেন, মাসুম আখতার, মহম্মদ মিলান, সাইবুল হক, মহম্মদ সানু, পিঙ্কি বেগম, রাহুল আনসারি, আইনুল আনসারি ও রমজান আলি ৷ এরপরে আক্রামূল হক, শাহানূর আলম, তোফায়েল হোসেন ও গোবিন্দ শর্মা নামে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে মনোজ টিজ্ঞার দাবি, যাদের নামে অভিযোগ তাদের এখনও গ্রেফতার করা হয়নি।
এই চাপানউতোর পরিস্থিতির মধ্যে আগরতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। অভিযোগ ওঠে বিজেপির দিকে।
দেখুন আরও খবর-