কলকাতা: রবিবার বেলুড় মঠে (Belurmath) রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্মরণানন্দের (Swami Smaranananda) মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা, ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়। ভোরবেলায় ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের শুরু। পরে হয় বিশেষ পূজা এবং হোম। এরপর অস্থায়ীভাবে নির্মিত সভামন্ডপে হয় বিভিন্ন অনুষ্ঠান। হয় বৈদিক মন্ত্রপাঠ, ভক্তিগীতি, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন বাউল গান ইত্যাদি। বিকাল সাড়ে তিনটায় হবে স্মরণ সভা। প্রয়াত মহারাজের স্মৃতিচারণা করবেন অস্থায়ীভাবে নির্বাচিত মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দ, স্বামী সুহিতানন্দ, স্বামী ভজনানন্দ, স্বামী সুবীরানন্দ সহ অন্যান্যরা। এরই মাঝে আগত ভক্ত এবং দর্শকদের জন্য হাতে হাতে ভোগের ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে দূর থেকে প্রচুর মানুষ সকাল থেকেই জমায়েত হয়েছে বেলুড় মঠে।
প্রসঙ্গত গত ২৬ মার্চ মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে বেলুড় মঠের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিয়ম মতো ১৩ দিনে হয় এই অনুষ্ঠান, পরিভাষায় যাকে ভান্ডারা বলা হয়। আজ সারাদিন ধরে চলবে অনুষ্ঠান। সন্ধ্যায় মূল মন্দিরে সন্ধ্যারতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এই উপলক্ষে আজ সারাদিন মঠ খোলা ।
আরও পড়ুন: বিজেপি নেতারা এনআইএ এসপির বাড়িতে টাকা নিয়ে গিয়েছিল, অভিযোগ তৃণমূলের
আরও খবর দেখুন