নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) নিষেধাজ্ঞা সত্ত্বেও বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পাটনি মুসলিম ট্রাস্টের। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে অসমের ৪৭ বাসিন্দা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেছে। এবার মুসলিম ধর্মীয় ও আবাসিক নির্মাণ ২৮ সেপ্টেম্বর ভেঙে দেওয়ার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে একই আবেদন পাটনি মুসলিম জামাতের। এই প্রসঙ্গে আদালতের বক্তব্য, মন্দির হোক বা দরগা, রাস্তা, রেলের জমি দখল হলে ওই ইমারত আইন মাফিক ভাঙা হবে। আদালতের আরও বক্তব্য, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। দখল বিরোধী বুলডোজার অভিযান সমস্ত নাগরিকের জন্যই হবে। তাঁদের ধর্ম দেখে হতে পারে না।
আরও পড়ুন: জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পার্থ, ইডির জবাব তলব আদালতের
আগাম কোন নোটিশ না দিয়ে এবং বক্তব্য না শুনে মসজিদ, ঈদগা, দরগা ও মোতোয়ালীদের থাকার জায়গা ভেঙে দেওয়ার অভিযোগ। আগাম নোটিশ না দিয়ে কোনও নির্মাণ না ভাঙার জন্য ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেই নির্দেশ ভঙ্গ হয়েছে দাবি করে গুজরাটের প্রিন্সিপাল সেক্রেটারি, গির-সোমনাথের জেলাশাসক ও কালেক্টর সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার আর্জি।
বুলডোজার অভিযান বিরোধী মামলা ওঠে বিচারপতি বিআর গাভাই (Judge Bhushan Ramkrishna Gavai) এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে।মঙ্গলবার আদালত জানায়, পুরসভা ও পঞ্চায়েত এলাকাগুলির জন্য আলাদা আইন রয়েছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়তে প্রশাসনের উচিত পোর্টাল খেলা। ধর্মীয় সম্প্রদায়ের উপর বুলডোজার চালানোর প্রসঙ্গে আদালত মন্তব্য করে, আমরা ধর্মনিরেপক্ষ দেশ, আমাদের নির্দেশিকা সমস্ত নাগরিকের জন্য, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে। বিচারপতিরা বলেন, দখলমুক্ত অভিযান জরুরি। সাধারণ মানুষের নিরাপত্তা সব থেকে বেশি জরুরি। যদি রাস্তা, ফুটপাথ, জলাশয়, রেলের জমি দখল করে ইমারত তৈরি হয়ে থাকে, তবে তা ভাঙাও পড়বে। যদি ধর্মীয় ইমারতও হয় কখনই জনজীবনের বাঁধা হতে পারে না।
অন্য খবর দেখুন