skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollবিজেপির ১০ শীর্ষ নেতা তৃণমূলে আসার অপেক্ষায়, দাবি অভিষেকের
Abhishek Banerjee

বিজেপির ১০ শীর্ষ নেতা তৃণমূলে আসার অপেক্ষায়, দাবি অভিষেকের

বিমান, অধীরকে কেন কেন্দ্রীয় সংস্থা ডাকে না, প্রশ্ন তৃণমূল নেতার

Follow Us :

রঘুনাথগঞ্জঃ রাজ্য বিজেপির (BJP) দশ শীর্ষ নেতা তৃণমূলে আসার জন্য অপেক্ষা করছেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার রঘুনাথগঞ্জে এক নির্বাচনী সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, আমি এখনই বিস্তারিত কিছু বলছি না। যথাসময়ে আমরা দরজা খুলে দেব। তখন এই রাজ্য থেকে বিজেপি সাফ হয়ে যাবে। বিজেপি অবশ্য অভিষেকের এই দাবিকে গুরুত্ব দিতে রাজি নয়। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই এখন নেতারা ভুলভাল বকছেন। সাহস থাকলে নাম প্রকাশ করুন উনি।

এদিন ইসলামপুরে রোড শো করেন অভিষেক। পরে রঘুনাথগঞ্জে জনসভায় ভাষণ দেন তৃণমূল নেতা। তিনি বলেন, বিজেপি আমাকে খুন করার চেষ্টা করেছে। আমার বাড়িতে লোক পাঠানো হয়েছিল। পুলিশ সেই লোককে মুম্বই থেকে গ্রেফতার করেছে। আমাকে মেরে ফেললেও লক্ষ লক্ষ তৃণমূল কর্মী মানুষের জন্য কাজ করে যাবেন। আমি মৃত্যুকে ভয় পাই না।

আরও পড়ুন: বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন দিলীপ

অভিষেক বলেন, বিজেপির বিরোধিতা করলেই ইডি, সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাকে, আমার পরিবারের সদস্যদের বারবার হেনস্থা করা হয়েছে। যখন তখন ইডি, সিবিআই আমাকে ডেকে পাঠিয়েছে। তিনি বলেন, রাহুল গান্ধীকে ইডি ডেকেছে। কিন্তু বিমান বসু, অধীর চৌধুরীকে কখনও তারা ডাকে না। আপনারাই বুঝুন, বিজেপির সঙ্গে কারা সেটিং করে চলছে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular