নয়াদিল্লি: কুস্তিগির বিনেশ ফোগটকে (Vinesh Phogat) রাজ্যসভায় নিয়ে আসার দাবি তুললেন হরিয়ানার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা (Dushyant Chautala)। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন করছেন বলে সোমবার জানিয়েছেন। আগামী ২৫ অগাস্ট বিনেশ ৩০ বছর পূর্ণ করবেন। নিয়ম অনুয়ায়ী, ৩০ বছর না হলে রাজ্যসভার সদস্য হওয়া যায় না। তাই তারপরে অসামান্য কৃতিত্ব বিভাগে কুস্তিগিরকে মনোনীত করা হোক বলে দাবি তুললেন তিনি। দুষ্যন্ত জানিয়েছেন, ৪টি আসন ওই বিভাগে ফাঁকা রয়েছে। সচিন টেন্ডুলকারের মতো তাঁকে রাজ্যসভায় সরকারের তরফে মনোনীত করা হোক। বিনেশ মহিলা ও যুবদের শক্তিশালী কণ্ঠস্বর তুলে ধরতে পারবেন রাজ্যসভায়।
বিনেশকে রাজ্যসভায় পাঠানোর দাবি হরিয়ানার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর
সচিনের মতো তাঁকে রাজ্যসভায় মনোনীত করা হোক
Follow Us :