২০২৫ সাল (2025) এসে গেছে। সকলের মনেই অনেক অনেক প্রত্যাশা আশা রয়েছে নয়া বছরকে (New Year) ঘিরে। তবে এই বছর পাঁচটি রাশির ভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। মানে এতদিন যে স্বপ্নগুলো নিয়ে তারা বসেছিল, সেগুলো এবার পূরণ হতে চলেছে। এই রাশিগুলি (Horoscope) হল মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি,ধনু রাশি ও কুম্ভ রাশি।
মিথুন রাশি- ২০২৫ সালে এই রাশির জাতক/জাতিকাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। ২৮ মে প্রথমবার মিথুন রাশিতে বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ হবে। এই সময় ধর্ম ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা উন্নতি দেখা যাচ্ছে। এতদিন যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন, তারা সেই সমস্ত সমস্যা থেকে মুক্তিলাভ করতে চলেছেন। সমস্ত রকমের আর্থিক জটিলতার অবসান। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রেমের সময় ভালো। মনের মানুষ খুঁজে পাবেন। ভ্রমণের যোগ তৈরি হবে। শরীর ভালো যাবে।
কন্যা রাশি-ভাগ্যে অভূতপূর্ব পরিবর্তন। তৈরি হবে গজকেশরী যোগ । যা এই রাশির ভাগ্য খুলবে। বিদেশে চাকরি ও পড়াশোনার সুযোগ আসবে। নতুন বাহন ক্রয় করতে পারবেন। বিয়ের যোগ তৈরি হবে। দাম্পত্য জীবন মধুর হবে। শরীর ভালো থাকবে। প্রেমের জীবনে জোয়ার আসবে। আর্থিক অবস্থা উন্নতি। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স।
তুলা রাশি- গজকেশরী যোগ তৈরির কারণে ভাগ্যের চাকা ঘুরবে তুলা রাশির। এত দিন যে সমস্ত কাজ আটকে ছিল, তাদের জীবনে পুরোপুরি পালটে যাবে। নতুন বাড়ি, গাড়ি কিনতে পারবেন। প্রতিষ্ঠিত কোম্পানিতে ভালো কাজের সুযোগ তৈরি হবে। ধর্মীয় কাজে আগ্রহ আসবে। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে চলতে থাকা বিবাদ মিটে যাবে। দাম্পত্যে জীবনে সুখের সাগরে ভাসবেন। নতুন প্রেম হতে পারে।
ধনু রাশি- ভালো সময় শুরু হতে চলেছে ধনু রাশির। এই যোগ সপ্তম ঘরে। এই সময় পারিবারিক জীবনে আসবে সুখ। এই সময় বিবাহের জটিলতা মিটে যাবে। তেমনই অর্থনৈতিক ক্ষেত্রে হবে উন্নতি। চাকরির যোগ তৈরি হবে। বেতন বৃদ্ধি হবে। উপযুক্ত মনের মতো সঙ্গী/ সঙ্গিনীর খোঁজ পাবেন। বিয়ের যোগ আছে। প্রেম আপনার জীবনে খুশি নিয়ে আসবে। যে সমস্ত কাজগুলি এতদিন আটকে ছিল, এবার সেই সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পাবেন।
কুম্ভ রাশি-ভালো সময় শুরু হচ্ছে কুম্ভ রাশির। এই সময় জীবনে আসবে সুখ। এই সময় শিক্ষা ক্ষেত্রে হবে উন্নতি। তেমনই ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনা বাড়বে। ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। পুরনো প্রেম আবার জীবনে ফিরে আসতে পারে। আবার নতুন কেউ জীবনের আসতে পারে। বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক সমস্যার সমাধান হবে। ব্যবসাতেও উন্নতির যোগ, সেই সঙ্গে চাকুরজীবীরাও নিজেকে প্রতিষ্ঠিত করে তুলবেন। বিদেশে ভ্রমণের যোগ তৈরি হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।