শনির (Saturn) শাস্ত্রে বিশেষ তাৎপর্য রয়েছে। জ্যোতিষে (Astology) সমস্ত গ্রহদের মধ্যে শনির একটা আলাদা অবস্থান আছে। শনি গ্রহকে মানুষ খুব ভয় পায়। তবে শনি ন্যায়বিচার (Saturn is justice) ও কর্মের দেবতা হিসেবে বিবেচনা করা হয়, যিনি দুঃখ, শোক, অসুস্থতা এবং মৃত্যু ইত্যাদির কারক গ্রহ। শনির এই গোচরের কারণে মার্চ মাসে কোন তিনটি রাশির ভাগ্য (Zodiac Sign) ভালো হতে পারে।
এই নক্ষত্রের জাতক জাতিকারা সাহসী হন, যারা অন্যদের সাহায্য করার জন্য সর্বদা এগিয়ে থাকেন। হিন্দু শাস্ত্রে শনি একজন দেবতা। তিনি ভাগ্য নিয়ন্ত্রণ বা পরিচালনা করে এমন নয়টি গ্রহের একজন। এদেরকে একসাথে ‘নবগ্রহ’ বলা হয়। শনির শুভ প্রভাবের মধ্যে রয়েছে গভীর জ্ঞান, বিচক্ষণতা, পাণ্ডিত্য, দার্শনিক-ভাব, ন্যায়পরায়ণতা, উদারতা, দয়া, ক্ষমা, দায়িত্ববোধ, ইত্যাদি। শনি শুভ হলে মানুষকে সৌভাগ্য দেয়। ধৈর্য্য, নিয়ম-শৃঙ্খলা, কঠিন পরিশ্রম করার ক্ষমতা, ইত্যাদি শনির নিজস্ব কিছু সুফল।
আরও পড়ুন: দেবগ্রহ বৃহস্পতির প্রভাবে এই তিন রাশির সৌভাগ্যলাভ
মেষ: মেষ রাশির জাতকদের জন্য মার্চ অত্যন্ত শুভ একটি মাস। চাকুরিজীবীদের পদোন্নতি হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা। যাদের নিজস্ব ব্যবসা আছে, তারা লাভের মুখ দেখবেন। পরিবারে নতুন অতিথির আগমন আনন্দ বয়ে আনবে। দাম্পত্য জীবন সুখের হবে। বাড়বে আত্মবিশ্বাস।
তুলা: শনিদেব আশীর্বাদে শুভ ফল পাবে শিক্ষার্থীরা। ব্যবসায়ীরা লাভবান হবেন। এই রাশির জাতকদের জন্য মার্চ মাসটি নতুন ব্যবসা শুরুর জন্য শুভ। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ। বহুদিনের কোনও স্বপ্ন পূরণ হতে পারে। বাড়ি, গাড়ি কেনার যোগ রয়েছে।
বৃশ্চিক: মার্চ মাসটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আর্থিকভাবে ভালো যাবে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। চাকুরিজীবীদের বেতন বাড়বে। বসের সুনজরে থাকবেন। নিজের কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যবসায়ীরা সঠিক জায়গায় বিনিয়োগ করে আর্থিক সুবিধা পাবেন। পরিবারকে সময় দেবেন। দাম্পত্য জীবন সুখের হবে। বাড়িতে কোনও ছোটখাটো অনুষ্ঠান হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।