বৃহস্পতি ( Jupiter ) নবগ্রহের (Nine Planets) মধ্যে বেশ গুরুত্বপূর্ণ। বৃহস্পতি তার রাশিচক্র (Zodiac cycle) সম্পূর্ণ করতে ১২ বছর সময় নেয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র (Vedic astrology) অনুসারে, বৃহস্পতি গ্রহকে ভালো গুণাবলী প্রদান করে এবং ব্যক্তির ভাগ্যও নির্ধারণ করে। প্রতি বছরই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেন। তবে চলতি বছরে ৩ বার রাশি পরিবর্তন করতে চলেছেন দেবগুরু।
আরও পড়ুন: মহাশিবরাত্রিতে এই তিন রাশির মহাযোগ
মিথুন
এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবে। আজ পর্যন্ত যেগুলি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেগুলির এবার সমাধানের পথ খুঁজে পাবেন। বিয়ের যোগ তৈরি হবে। সন্তান ভাগ্য ভালো। বিবাহিত মহিলারা এবার মাতৃত্বের স্বাদ পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। সংসার জীবন সুখের। চাকুরিক্ষেত্রে উন্নতির যোগ। বাড়বে বেতন।
তুলা
ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। যে চিন্তাগুলি আপনার উদ্বেগ বাড়াচ্ছিল তা ধীরে ধীরে কম হবে। চাকুরিক্ষেত্রে উন্নতির যোগ। বিদেশযাত্রার যোগ রয়েছে। সম্পত্তি, বাড়ি, জমি ক্রয় করতে পারেন। অপ্রত্যাশিত লাভের যোগ তৈরি হবে। যেকোনও কাজে ভাই বোনেদের সঙ্গে পাবেন। সন্তানের তরফ থেকে কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। গুরুজনদের জন্য সময় দিন, জীবন আরও সুন্দর হয়ে উঠবে।
কুম্ভ
গুরুর মিথুন রাশিতে প্রবেশ, আপনার জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের ধনলাভের যোগ রয়েছে। মনের কোনও সুপ্ত বাসনা এবার পূরণ হবে। চাকরি করছেন, তাঁরা সাফল্যের মুখ দেখতে পারেন। বেতনের দিক থেকে দ্রুত হারে বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি ভবিষ্যৎ নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। প্রেম জীবন খুব ভালোর দিকে যেতে পারে। ভ্রমণ হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।