Friday, December 26, 2025
HomeBig newsকলকাতায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে!
Weather Update

কলকাতায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে!

জাঁকিয়ে শীত কলকাতায়! ঠান্ডায় কাঁপছে শহরবাসী

ওয়েব ডেস্ক : জাঁকিয়ে শীত (Winter) কলকাতায় (Kolkata)। নিউ ইয়ার-এর এর আগে রীতিমতো ঠান্ডায় কাঁপছে শহরবাসী। কারণ ২৬ ডিসেম্বর, শুক্রবার তিলোত্তমার তাপমাত্রা (Tempreture) নামল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। ফলে আজই হল চলতি মরশুমের শীতলতম দিন। অন্যদিকে ২৫ ডিসেম্বর ১৩ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু আজ সেই রেকর্ড ভেঙে গেল।

এর আগে ২০১৮ সালে কলকাতার তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। ২০২৫ সালের শেষের দিকেও ঝোড়ো ব্যাটিং শুরু করল ঠান্ডা (Cold)। কলকাতা পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। এছাড়া পাহাড়েও নামছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় তাপমাত্রা ইতিমধ্যে নেমেছে ৩ ডিগ্রিতে। সমতলের দিকে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছে

আরও খবর : মুখের গড়নে লুকিয়ে চরিত্র!

তবে রাত বা ভোর নয়, বরং এবার থেকে দিনেও ঠান্ডার অভুভব করতে পারবেন রাজ্যের মানুষ। অন্যদিকে বৃহস্পতিবার তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যাছিল স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা পাশাপাশি জেলায় জেলায় পারদ পতন হবে আগামী ২ দিন। সব জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপটও।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News