Wednesday, July 2, 2025
HomeScrollকাটোয়ায় অভিষেকের সভায় লক্ষাধিক মানুষের জমায়েত চায় তৃণমূল নেতৃত্ব
Abhishek Banerjee

কাটোয়ায় অভিষেকের সভায় লক্ষাধিক মানুষের জমায়েত চায় তৃণমূল নেতৃত্ব

কংক্রিটের আড়াই হাজার বর্গ ফুটেরও বড় হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে কাটোয়া স্টেডিয়ামে

Follow Us :

বর্ধমান: বাইশে মার্চ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে কাটোয়া (Katwa) স্টেডিয়াম মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনগর্জন সভায় লক্ষাধিক মানুষকে আনার লক্ষ্য পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের (TMC)। প্রাকৃতিক দুর্যোগে গত দুদিনের বৃষ্টি। বৃহস্পতিবারের আবহাওয়ার দিকে তাই তাকিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।

কংক্রিটের আড়াইহাজার বর্গ ফুটেরও বড় হ্যালি প্যাড তৈরি করা হয়েছে কাটোয়া স্টেডিয়ামে। যা পাকাপাকিভাবে থেকে গেল। সেখান থেকে সভামঞ্চে যাওয়ার জন্য ৩০০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ঢালাই রাস্তা তৈরির কাজ শেষ। যে মঞ্চে বক্তৃতা করবেন সেই মঞ্চ ও তার পিছনে বিধায়কদের বসার জন্য ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার এক সংস্থাকে ।মূল মঞ্চের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ৪৮ ফুট ও ২৮ ফুট। বিশ্রামস্থলে থাকবে আধুনিক ব্যবস্থা। অত্যাধুনিক শৌচাগার ও শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। নিরাপত্তার কথা ভেবে মূল সভা মঞ্চের সামনে তিন দিকে ৬০ ফুট জায়গা ফাঁকা রাখা হবে।
মাথায় প্রথম দিকে একটি আচ্ছাদন করা হয়। কিন্তু পরবর্তীকালে আবহাওয়ার কথা চিন্তা করে আরও দুটি অস্থায়ী ছাউনি করা হয়। এই দুটি ছাউনিতে প্রায় ৩০ হাজার মানুষ দাঁড়াতে পারবেন।

আরও পড়ুন: ছাত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, আটক প্রধান শিক্ষক

এই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একটি দল আজ চপারে করে এসে পরিদর্শন করে গেলেন।
আবহাওয়ার যদি উন্নতি না হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপার এর পরিবর্তে রাস্তা দিয়ে গাড়ি করে আসবেন।।
সভার স্থলে ঢোকার তিনটি বড় ফটক ছাড়াও দমকল সহ জরুরি্ পরিষেবা কাজে গাড়ি যাতায়াতের জন্য আরও একটি নতুন ফটক তৈরি করা হয়েছে। সভাস্থলে থাকছে ২৬ টি সিসি ক্যামেরা।

কাটোয়ার জনগর্জন সভায় পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় ৭০০ টি বাস, সঙ্গে ছোট ম্যাটাডোরে চেপে মানুষ আসবেন।
শহরে ঢোকার আগেই সমস্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই সভায় লক্ষাধিক মানুষের সমাগমের দিকে নজর তৃণমূল কংগ্রেসের। জন গর্জন সভায় উপস্থিত থাকবেন বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের ডাক্তার শর্মিলা সরকার, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ।
এছাড়াও থাকছেন পূর্ব বর্ধমান জেলার সমস্ত তৃণমূল বিধায়করা। এখন দেখার বিষয় বৃহস্পতিবারের আবহাওয়াকে উপেক্ষা করে কাটোয়া স্টেডিয়াম কি পরিপূর্ণ করতে পারবে তৃণমূল ?

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39