২০২৫ সাল এবার বিদায়ের পালা। একাধিক শুভ যোগ (prosperous Yoga) তৈরি হচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের (Zodiac Sign) জীবনে। বছর শেষের আগে শুক্র (Venus) তার রাশি পরিবর্তন করবে। ২০ ডিসেম্বর, সকাল ৭:৩১ মিনিটে এটি ধনু রাশিতে প্রবেশ করবে। একাধিক রাশির জাতকের ভাগ্য পরিবর্তন হবে। এর ফলে শিক্ষা থেকে কর্মক্ষেত্র সব কিছুতেই লাভের মুখ দেখতে পাবে জাতক-জাতিকারা। ২০ ডিসেম্বর থেকে ভাগ্যের চাকা ঘুরবে একাধিক রাশির।
সিংহ- নতুন বছর শুভ যোগ নিয়ে আসছে। কর্মক্ষেত্রে উন্নতি। চাকুরিক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি সহ একাধিক সুযোগ। যারা নতুন কর্ম খুঁজছেন তাদের সমস্ত বাধা এবার দূর হবে। ভালো নামী সংস্থায় চাকরি। কর্মক্ষেত্রে দূরযাত্রার সুযোগ আসবে। বিদেশে উন্নতির যোগ। শিল্লী, যারা আর্ট, সাহিত্য, কবি, লেখালেখি কাজের সঙ্গে যুক্ত তাদের এই সময়টা ভালো ফল দেবে। বিবাহিতদের জীবন সুখ শান্তি বজায় থাকবে। যার অবিবাহিত তাদের বিবাহের যোগ তৈরি হবে। প্রেমজ বিবাহের যোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রবল।
ধনু- বছরের শেষ থেকেই একাধিক উন্নতির যোগ, যা ২০২৬ সালে ভালো ফল দেবে এই রাশির জাতক-জাতিকাদের। শিল্প, চাকরি, আর্থিক উন্নতি সব ক্ষেত্রেই ভাগ্য আপনার সাথ দেবে। ব্যবসায়ীদের ব্যবসা বিস্তার লাভ করবে । চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে সুনাম, নাম, যশ, সম্মান বাড়বে। এবার আপনি আপনার পরিশ্রমের সুফল পাবেন। বিবাহিতদের জীবনে মাধুর্য্য বাড়বে। অবিবাহিতদের প্রেমের সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য ভালো সময় আসবে।
আরও পড়ুন- বুধের মঙ্গল রাশিতে প্রবেশে সৌভাগ্য মিলবে কার?
মকর- দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে যে টানাপোড়েন চলছিল এবার সেই চাপ থেকে মুক্তি। কাজে আত্মবিশ্বাস ফিরবে। কর্মক্ষেত্রে উন্নতির দুয়ার খুলে যাবে। কাজের ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা আসবে, সেগুলিকে বুঝে নিয়ে এগোতে হবে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বাড়বে। এটিই হল নিজেকে চেনার সঠিক সময়, নিজের জন্য সময় দিন। বিভিন্ন দিক দিয়ে জীবনে সাফল্য আসবে। বিবাহের যোগ তৈরি হবে, মনের মতো জীবনসাথী বা জীবনসঙ্গীর সঙ্গে বিবাহ সম্পন্ন হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







