সিউড়ি: বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসে (TMC) নতুন ট্রেন্ড। বিজয়ী তৃণমূল বুথ সভাপতিদের সোনার মেডেল, ট্রফি দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। লক্ষ্য ২০২৬ এর বিধানসভা ভোট। চুরির টাকায় পুরস্কার, ২৬ শে তৃণমূল সরকার থাকবে না, পাল্টা কটাক্ষ বিজেপির।
রাজ্যে অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূলের ব্যাপক লিভ। বোলপুর লোকসভায় তিন লক্ষ, বীরভূম কেন্দ্রে দু লক্ষ ভোটে জিতেছে তৃণমূল। এর জন্য তৃণমূল বুথ সভাপতিদের পুরস্কৃত করছে দল। বীরভূম জেলায় কোথাও দেখা যাচ্ছে সোনার মেডেল দিয়ে সংবর্ধনা। কোথাও আবার হাতে ট্রফি তুলে দিয়ে বিশেষ সম্মানের মধ্য দিয়ে তৃণমূল বুথ সভাপতিদের উৎসাহ দিচ্ছে দল।
আরও পড়ুন: নিট ইউজিতে এবার সিবিআই তদন্তের নির্দেশ
সম্প্রতি বীরভূমের দুবরাজপুরে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বুথ সভাপতিদের সোনার মেডেল এবং ট্রফি দিয়ে সংবর্ধনা দেন। পাশাপাশি বীরভূমের নানুর বিধানসভার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ সভাপতিদের ট্রফি তুলে দিয়ে সংবর্ধনা দেন।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, আমরা ২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ঝাঁপিয়ে পড়েছি নতুন করে। লোকসভায় ভালো ফল হয়েছে। দলের বুথ সভাপতিদের সংবর্ধনা দিচ্ছি। যে বুথে আমরা পরাজিত হয়েছি, সেই সমস্ত বুথের সভাপতিদের খাতা পেন নিয়ে বাড়ি বাড়ি পাঠাচ্ছি। হারের কারণ খতিয়ে দেখতে। প্রতিটি বিষয় নথিভূক্ত করতে বলা হয়েছে খাতায়। যেখানে যেখানে সাধারণ মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে এনেছেন তার মূল্যায়ন করতে হবে। এটায় সাফল্য হলে ২৬ শে বিধানসভায় আমাদের ব্যাপক সাড়া মিলবে।
তৃণমূল সোনার মেডেল দেওয়া তত্ত্ব স্বীকার না করলেও বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। অনুব্রতহীন বীরভূম জেলায় বিজেপি নেতাদের পাল্টা দাবি, সোনার মেডেল দিচ্ছে তৃণমূল। এসব চুরির টাকা। যতই সোনার মেডেল বা ট্রফি দিক না কেন ২৬ এর বিধানসভায় আমরাই সরকার গড়ব।
আরও খবর দেখুন