নয়াদিল্লি: যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে লেবাননে (Lebanon) ফের ইজরায়েলের (Israel) হামলা। হত হিজবুল্লাহর (Hezbollah) ড্রোন বিষয়ক প্রধান। বৃহস্পতিবার লেবাননে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ড্রোন বাহিনীর প্রধান মহম্মদ হুসেন শ্রাউরের। হিজবুল্লাহও শ্রাউরের মৃত্যুর খবর স্বীকার করেছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণসভার বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি আমরা থামব না। ওই অধিবেশনে লেবাননের বিদেশমন্ত্রী আবদুল্লা বাউহাবিব রষ্ট্রপুঞ্জের কাছে যুদ্ধবিরতির আর্জি জানান। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে বুধবারই ইজরায়েলকে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল আমেরিকা, ফ্রান্স সহ পশ্চিমের দেশগুলি।
আরও পড়ুন: লেবাননে ইজরায়েলের বড় হামলার মধ্যেই মৃত্যু হামাস প্রধানের?
হিজবুল্লাহকে (Hezbollah) ফের হুঁশিযারি দিয়ে নেতানিয়াহু বলেছিলেন যে তেল আভিভ সাম্প্রতিক লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এমনভাবে আঘাত করেছে যে তারা এটি কল্পনাও করতে পারেনি। যদি হিজবুল্লাহ এই বার্তাটিও বুঝতে না পারে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবার বার্তাটি বুঝতে পারবে। উল্লেখ্য, ইজরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণ জুড়ে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে তীব্র বোমাবর্ষণ করেছে সম্প্রতি। হিজবুল্লাহও পাল্টা আক্রমণ করে। তাতেই আরও চটে গিয়েছে ইজরায়েল। এর আগে ইজরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ৩৭ জন নিহত হয়।
আরও খবর দেখুন