নদীয়া: ফের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা নদীয়ার (Nadia) শান্তিপুর শহরে। ৫০ বছর বয়সি এক পৌঢ়ের বিকৃত যৌন লালসার শিকার সাত বছরের শিশু (Child) কন্যা। গ্রেফতার অভিযুক্ত পৌঢ়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, শনিবার বিকেলে চার বছরের এক শিশুর কন্যা প্রতিবেশী মাসির বাড়ি থেকে আসার সময় খেলে বেড়াচ্ছিল রাস্তার পাশে। এলাকার প্রায় ৫০ বছর বয়সী সামাদ শেখ ডাকনাম সাবেদ তাকে ডাকে খাবার দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় এক আতঙ্কের ছাপ নিয়ে বাড়ি ফেরে সে। রবিবার সকালে নাবালিকা শিশু কন্যা তার আদো আদো কথায় জানিয়ে দেয় পাড়ার সামাদ দাদু গতকাল তাকে যৌন নির্যাতন করে। এলাকাবাসীরা জানাচ্ছেন পরিবার সদস্যরাও তার আচরণ এবং ব্যবহারে অতিষ্ঠ। পাড়া-প্রতিবেশীরা সবাই একত্রিত হয়ে স্থানীয় কাউন্সিলরকে ডেকে শান্তিপুর থানার হাতে সামাদ শেখ নামে ওই ধর্ষককে তুলে দেন। পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।
আরও পড়ুন: দীপাবলির আগে উৎসবের ভিড়ের কারণে ওই ঘটনা
দেখুন অন্য খবর: