গোসিয়াম থামারা সিথোল নামের দক্ষিণ আফ্রিকার এক মহিলা একসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়েছেন। প্রসঙ্গত,গত মাসে মরক্কোতে একজন মহিলা একসঙ্গে নয় বাচ্চার জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। দক্ষিণ আফ্রিকার ৩৭ বছরের থামারা সেই রেকর্ড ভাঙলেন। চিকিৎসকেরা স্ক্যান করে তাকে আগাম বলেছিলেন,তার ৮টি সন্তান হবার সম্ভাবনা আছে।খুব স্বাভাবিক কারণেই ১০ টি সন্তান হওয়ার পর মহিলা বিস্মিত হয়েছিলেন। গত সোমবার প্রিটোরিয়ার একটি হাসপাতালে একসঙ্গে সাত পুত্র ও তিন কন্যা সন্তানের জন্ম হয়। সিথোলের স্বামী স্থানীয় সংবাদ সংস্থাকে ফোনে এক সাক্ষাতকারে এ খবর দিয়ে খুশি প্রকাশ করেন। এই ১০ সন্তান জন্ম দেবার ৬ বছর আগে এই মহিলার যমজ সন্তান হয়েছিল। গর্ভাবস্থায় থাকাকালীন সিথোলের পায়ে এবং বুকে প্রচন্ড ব্যথা হতো বলে মহিলা জানিয়েছেন।। প্রত্যেকটি সন্তান বেঁচে থাকবে কিনা সে বিষয়ে সংশয় ও উদ্বেগের মধ্যে মায়ের দিন কাটছিল। তার সন্তানেরা সুস্থভাবে বেঁচে আছে জানতে পেরে থামারা খুবই খুশি। তবে নির্ধারিত সময়ের কিছু আগেই তাদের জন্ম হয়েছে বলে কয়েক মাস তাদেরকে ইনকিউবেটরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
১০ শিশুর জন্ম দিয়ে গিনেসে
Follow Us :