ম্যাঞ্চেস্টার, ১৭ এপ্রিল : গত কয়েকম্যাচে চেনা ছন্দে দেখা যায়নি পর্তুগিজ তারকাকে ৷ একমাস পর রোনাল্ডো ফিরলেন রোনাল্ডোতে ৷ প্রিমিয়র লিগে নরউইচ সিটিকে ৩-২ ব্যবধানে হারাল রেড ডেভিলসরা ৷ দলের তিনটি গোলই এসেছে ‘সিআরসেভেন’ এর থেকে ৷
গত ১২ মার্চ এই মাঠেই প্রিমিয়র লিগে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো ৷ টটেনহ্যাম ম্যাচে ক্লাব কেরিয়ারের ৪৯তম হ্যাটট্রিক করেছিলেন ৷ প্রায় এক মাস পর ৫০তম হ্যাটট্রিকের নজির গড়লেন গ্রহের অন্যতম সেরা ফুটবল তারকা ৷ শুধু হ্যাটট্রিকের অর্ধশতকই নয়, এদিন একাধিক রেকর্ড গড়েছেন রোনাল্ডো ৷ এই মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ২১ ৷ টানা ১৬টি মরশুমে ২০-এর বেশি গোল করার রেকর্ড ঝুলিতে ভরলেন তিনি ৷
এদিন ম্যাচের সাত মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন রোনাল্ডো । বিপক্ষের ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে পাস বাড়ান অ্যান্টনি এলাঙ্গা । গোলে বল ঠেলতে ভুল করেননি পর্তুগিজ তারকা । ৩২ মিনিটের মাথায় হেডে নরউইচের জালে বল জড়ান তিনি । প্রথমার্ধের একদম শেষে এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই গোল করে ম্য়াচে সমতা ফিরিয়ে এনেছিল রাশিকা, পুক্কিরা ৷ ৭৬ মিনিটের মাথায় দুরন্ত ফ্রি-কিকে ম্যান ইউ'য়ের জয় নিশ্চিত করেন রোনাল্ডো ৷