কলকাতা: বুধবার থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি (Ranji Trophy) সেমিফাইনাল। ইন্দোরে বাংলার (Bengal) মুখোমুখি হতে চলেছে মধ্যপ্রদেশ(Madhya Pradesh)। এবারে আর সেমিফাইনালে থেমে থাকতে চায় না বঙ্গ ব্রিগেড। পাখির চোখ রঞ্জি ট্রফি জয়। বাংলা দলকে নিয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বাংলা দলের সাম্প্রতিক সাফল্যের পিছনে রয়েছে ভিশন ২০-২০ সিস্টেম। এই সিস্টেমের সুফলেই মুকেশ কুমার, শাহবাজ আহমেদ এবং অভিমন্যু ঈশ্বরণের মতো ক্রিকেটাররা এই লেভেলে এ ধরণের ক্রিকেট খেলছেন। ভারতের হয়ে মহম্মদ শামি খেলেন বলে বাংলার ম্যাচে তাঁকে পাওয়া যায় না। তবে শামি ছাড়াও দলে রয়েছেন তিনজন ফাস্ট বোলার-ঈশান, মুকেশ ও আকাশদীা। একটা কথা বলে রাখি এঁদের প্রত্যেকেরই জাতীয় দলে খেলার দক্ষতা রয়েছে। বয়সটাও কম।‘
আরও পড়ুন: Asia Cup: এশিয়া কাপ ভেন্যু প্রসঙ্গে মিয়াঁদাদকে বাউন্সার প্রসাদের
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla) বলেছিলেন, ‘এখনও অনেক দূর যেতে হবে। আমাদের মধ্যে যে বিশ্বাস রয়েছে সেটা আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। বাংলার দলের ড্রেসিংরুমের পরিবেশ এই মুহূর্তে দুর্দান্ত। সেমিফাইনালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা।‘
এছাড়া অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) বলেছেন, ‘আমাদের কাছে এখন শুধু একটাই স্বপ্ন। সেটা হচ্ছে রঞ্জি ট্রফি জয়। ক্রিকেটে উন্নতির শেষ নেই। শেষ দু’ধাপ পেরনোর জন্য আমাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে আমাদের খেলতে হবে। আমার বিশ্বাস এবার সাফল্য নিশ্চয়ই আসবে।'
শেয়ার করুন