কলকাতা: গত রবিবার (৫ ফেব্রুয়ারি) ৭৯ বছর বয়সে মৃত্যু হয়েছে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফের (Pervez Musharraf)। কয়েক বছর ধরেই দুবাইয়ে চিকিৎসা চলছিল তাঁর। অ্যামাইলোইডোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন মোশারফ। ২০০১ সাল থেকে ২০০৮ পর্যন্ত প্রেসিডেন্ট (President) পদে ছিলেন। ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত মোশারফের আমলে দু’বার পূর্ণাঙ্গ পাকিস্তান সফরে গিয়েছিল ভারতের ক্রিকেট দল। ২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে এবং ২০০৬ সালে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নেতৃত্বে।
‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’ (A Century is not enough) আত্মজীবনীমূলক বইতে প্রাক্তন পাক প্রেসিডেন্টের কথা লিখেছেন সৌরভ। ২০০৪ সালের সফরে এক মজার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রাক্তন ভারত অধিনায়ক জানান, মিলিটারি-শাসিত পাকিস্তানের রাস্তায় না বলে রাতবিরেতে বেরতে বারণ করেছিলেন মোশারফ।
ঘটনাটা ঠিক কী?
আরও পড়ুন: Ranji Trophy-Sourav Ganguly: রঞ্জি সেমিফাইনালের আগে বাংলা দলের উদ্দেশে আগে কী বললেন সৌরভ? জানতে পড়ুন
পাকিস্তান সফর চলাকালীন হোটেলে রয়েছে ভারতীয় দল। একদিন গভীর রাতে হঠাৎ করে স্থানীয় কাবাব এবং তন্দুরির নামকরা রাস্তার দোকানগুলোয় ঢুঁ মারার সিদ্ধান্ত নেন সৌরভ। জায়গাটার নাম গাওয়ালমান্ডি (Gawalmandi)। সৌরভ লিখেছেন, আমি সিকিউরিটি অফিসারকে (Security Officer) জানাইনি, কারণ জানতাম তিনি বেরনোর অনুমতি দেবেন না। আমি শুধু আমাদের টিম ম্যানেজার রত্নাকর শেঠিকে জানাই। এরপর হোটেলের পিছনের দরজা দিয়ে বেরই। যাতে কেউ চিনতে না পারে তার জন্য টুপি দিয়ে অর্ধেক মুখ ঢেকে নিয়েছিলাম।
ব্যাপারটা জানতে পারেন পারভেজ মোশারফ। তিনি ভদ্রভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে সৌরভকে বলেছিলেন, পরেরবার যদি বেরনোর ইচ্ছে হয়, সিকিউরিটিকে জানান, আমরা সঙ্গে লোক দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু দয়া করে এসব অ্যাডভেঞ্চার করতে যাবেন না।
প্রসঙ্গত, ২০০৪ সালের সেই সফরে টেস্ট সিরিজ (Test Series) ২-১ এবং ওডিআই (ODI) সিরিজ ৩-২ ফলে জিতে ফেরে ভারত। ২০০৬-এ দ্রাবিড়ের নেতৃত্বে তিন ম্যাচের টেস্ট সিরিজ ০-১ হারে তবে একদিনের সিরিজ ৪-১ ফলে জেতে।
শেয়ার করুন