Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাBorder-Gavaskar Trophy: বাদ পড়ে কি মনমরা রাহুল? সকালে অনুশীলনেই ছিলেন না!  

Border-Gavaskar Trophy: বাদ পড়ে কি মনমরা রাহুল? সকালে অনুশীলনেই ছিলেন না!  

Follow Us :

ইন্দোর: শেষ পর্যন্ত কে এল রাহুলকে (KL Rahul) বসিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ইনিংস শুরু করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। যদিও তিনিও বিশেষ কিছু করতে পারেননি আজ। বাদ পড়ে কি মনমরা রাহুল? গতকাল সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, রাহুলকে খেলানো হবে কি হবে না তা ম্যাচের দিন সকালেই জানা যাবে। 

মনে হচ্ছে, তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়তো রাতেই নেওয়া হয়েছিল। কারণ আজ সকালের অনুশীলনে তিনি অদৃশ্যপ্রায়। নেটে ব্যাটিং করলেন না। অথচ গতকাল, পরশু ব্যাটিং প্র্যাকটিসে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাচ শুরু হতে মনমরা হয়ে বসে থাকতে দেখা গেল রাহুলকে। পরে অবশ্য ড্রেসিংরুমের বারান্দায় তাঁর সঙ্গে কথা বলতে এলেন গিল। হয়তো রাহুলের মনখারাপের ব্যাপারটা তিনি আঁচ করেছিলেন। 

আরও পড়ুন: Border-Gavaskar Trophy: ছন্দ এখনও ফেরেনি! মারফির বলে ৩ টেস্টে ৩ বার আউট কোহলি 

তবে ভাগ্যকে দোষ দিতে পারবেন না রাহুল। সুযোগ তিনি যথেষ্টই পেয়েছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে শেষ হাফ সেঞ্চুরি করেছিলেন রাহুল। ওই বছরে এরপর আটটি ইনিংস খেলে করেছেন মাত্র ১৩৭ রান, গড় মাত্র ১৭.১৩। এ বছর তিনটে ইনিংসে করেছেন ৩৮, গড় ১২.৬৭। ওপেনে নেমে বারবার দ্রুত প্যাভিলিয়নে ফিরছেন রাহুল, যার জেরে সমস্যায় পড়ছে টিম ইন্ডিয়া। যেভাবে আউট হচ্ছেন, তা-ও চিন্তার। শেষ পাঁচ ইনিংসে আউট হয়েছেন স্পিনারদের বলে।

রাহুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন শুভমান গিল (Shubman Gill)। সব ধরনের ফর্ম্যাটে ‘ইচ্ছেমতো’ রান করছেন তিনি। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। রাহুলের জন্যই সেই সুযোগ মিলছিল না। 

RELATED ARTICLES

Most Popular