২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
ISL Final 2023 | আইএসএল ফাইনালের আগে একনজরে এটিকে মোহনবাগানের শক্তি এবং দুর্বলতা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  জয়জ্যোতি ঘোষ
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৩, ৮:১৩ অপরাহ্ন

গোয়া: রাত পোহালেই মহারণ। ফতোরদা স্টেডিয়ামে আইএসএল(ISL) ফাইনালে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মেগা ফাইনালে নামার আগে বেশ চনমনে প্রীতম কোটালরা (Pritam Kotal)। একনজরে চোখ রাখা যাক মোহনবাগানের শক্তি এবং দুর্বলতার ওপর-

শক্তি

১। দুর্দান্ত ফর্মে রয়েছেন গোলরক্ষক বিশাল কেইথ
২। গত কয়েকটি ম্যাচে রক্ষণ জমাট দেখিয়েছে
৩। গ্লেন মার্টিনসের উপস্থিতিতে মাঝমাঠ থেকে বল সাপ্লাই সহজ হয়েছে
৪। জুয়ান ফেরান্দোর নয়া রণনীতি
৫। সেটপিসে ধার বাড়িয়েছে মোহনবাগান
৬। আশিককে ফ্রি-ফুটবলার(যেকোনও পজিশনে খেলানো হতে পারে) হিসেবে খেলানো
৭। শেষ কয়েকটি ম্যাচে সংঘবদ্ধ ফুটবল খেলতে দেখা গিয়েছে সবুজ-মেরুন ফুটবলারদের

দুর্বলতা

১। উপযুক্ত স্ট্রাইকারের অভাব 
২। গতবার দুর্দান্ত ফর্মে থাকা লিস্টন কোলাসোর অফ ফর্ম
৩। ধারাবাহিকতার অভাব
৪। চোট-জনিত সমস্যায় জর্জরিত কিছু বাগান ফুটবলার
৫। পেত্রাতোস-বুমোসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা
৬। কিয়ান নাসিরিকে সঠিকভাবে ব্যবহার না করা
৭। বেঙ্গালুরুতে রয় কৃষ্ণর মতো কিছু প্রাক্তন বাগান ফুটবলারদের উপস্থিতি 

আই লিগ জয়ী মোহনবাগান অধিনায়ক শিল্টন পাল বলেন, ‘প্রীতমের হাতে আমি ট্রফি দেখতে চাই। তবে একইসঙ্গে এটাও বলব আবেগ দিয়ে ফুটবল খেলা হয় না। টানা জিতে খেতাবি লড়াইয়ের সামনে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ দলে মোহনবাগানের হয়ে খেলে যাওয়া রয় কৃষ্ণা, প্রবীর দাসেরা রয়েছেন। এটিকে মোহনবাগানের দুর্বলতা সম্পর্কে তাঁরা ভালোভাবেই ওয়াকিবহল। একইসঙ্গে সুনীল ছেত্রীর কথাও বলতে হবে। তাঁর উপস্থিতিই দুটি দলের মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট।’

আরও পড়ুন: Shreyas Iyer | এখন কেমন আছেন শ্রেয়স আইয়ার? জানতে পড়ুন

উল্লেখ্য, এর আগে এটিকে তিনটি আইএসএল জিতেছে। কিন্তু মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের পর তারা এক বার ফাইনালে উঠেছে, ট্রফি জিততে পারেনি। এ বার অধরা স্বপ্ন পূরণ করার তাগিদ রয়েছে তাদের। মোহনবাগানের পক্ষে আশার খবর, আশিক কুরুনিয়নের অনুশীলনে ফেরা। দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন তিনি। পরে বলেছেন, 'দুটো সেমিফাইনালে চোটের জন্য খেলতে পারিনি। ফাইনালে সর্বশক্তি দিয়ে ঝাঁপাব।'

সবুজ-মেরুনের ডিফেন্ডার স্লাভকো দামিয়ানোভিচ বলেছেন, ‘এর আগে সার্বিয়া, মন্টেনেগ্রো, দক্ষিণ আফ্রিকা বা হাঙ্গেরিতে বেশ কয়েক বার লিগ বা কাপ জিতেছি। ভারতে এই প্রথম কোনও ট্রফি জয়ের সামনে আমরা। কোনও মতেই হাতছাড়া করতে চাই না। দুই মেয়ে এবং ছেলে আবদার করেছে ট্রফির। আমি সেটা ওদের উপহার দিতে চাই।’  তিনি আরও বলেন, ‘বেঙ্গালুরু ভালো দল। আক্রমণভাগ শক্তিশালী। রয় কৃষ্ণকে চিনি। আগে ওর বিরুদ্ধে খেলেছি। বেশ ভাল ফুটবলার। নিজেদের খেলা খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।’

Tags : ATK Mohunbagan isl final isl final 2023 আইএসএল ফাইনাল এটিকে মোহনবাগান

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.