কলকাতা: প্রিমিয়ার লিগে (Premier League) টানা তিন ম্যাচ হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ((Man Utd)। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হার টানা চার ম্যাচে এবং শেষ ছ’ মাসের পাঁচটিতে। সোমবার রাতে নিউকাসলের কাছে ২-০ হেরেছে ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখন ১৪ নম্বরে ধুঁকছে তারা। কার্যত এখন অবনমনের আশঙ্কা ঢুকে পড়েছে ঐতিহ্যশালী ক্লাবটিতে। কোচ রুবেন অ্যামোরিম (Ruben Amorim) সেকথা স্বীকারও করে নিয়েছেন।
ম্যাচের পরে অ্যামোরিম মেনে নেন যে পরিস্থিতি কিছুটা বিব্রতকর। তিনি বলেন, “আমরা অবনমন বাঁচানোর পরিস্থিতিতে এসে পড়েছি এবং আমাদের লড়াই করতে হবে। আমাদের এই অবস্থার কথা অবশ্যই মেনে নিতে হবে… আমাদের জিততে হবে এবং টিকে থাকার জন্য ফোকাস করতে হবে। এতে আমারও ত্রুটি রয়েছে কারণ দল উন্নতি করতে পারেনি। এই মুহূর্তে দলটা খেই হারিয়ে ফেলেছে।”
আরও পড়ুন: হচ্ছে না ১১ জানুয়ারির কলকাতা ডার্বি! বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
অ্যামোরিম আরও বলেন, “ম্যান ইউয়ের কোচ হিসেবে এতগুলো ম্যাচ হারা একটু বিব্রতকর। কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে, সবার জীবনেই খারাপ সময় আসে। এটা কঠিন মুহূর্ত। আমি অজুহাত দিতে পছন্দ করি না। আমার মনে হয় এই ক্লাবে লোকজন অজুহাত শুনে শুনে ক্লান্ত। মাঝেমধ্যে অবনমনের কথা বলি কারণ আমি মনে করি আমাদের ক্লাবের একটা শক পাওয়ার প্রয়োজন।”
দেখুন অন্য খবর: