নিউইয়র্ক: জোড়া হারে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে পাকিস্তান (Pakistan)। প্রথমে আমেরিকার (USA) কাছে অঘটনের হার হয়েছিল বাবর আজমদের (Babar Azam)। তারপর জেতার পরিস্থিতি থেকে চির-প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ম্যাচ চলে গেল। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষ অবস্থান করছে পড়শি দেশ। তাহলে কি সুপার এইটে ওঠার কোনও সুযোগ নেই বাবরদের?
খাতায় কলমে সুযোগ আছে, তবে সমীকরণ বেশ জটিল। পাকিস্তানের শেষ দুই ম্যাচ কানাডা (Canada) এবং আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে। সেই দুই ম্যাচ জিতলেই হবে না। পাকিস্তানকে আশা করে বসে থাকতে হবে যাতে আমেরিকা তাদের বাকি সব ম্যাচ হেরে যায়। আমেরিকার বাকি দুই ম্যাচ ভারত এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে হারবে ধরে নিলেও আয়ারল্যান্ড ম্যাচ তারা জিততেই পারে। সেক্ষেত্রে করাচি ফেরার প্লেনের টিকিট কাটতে হবে বাবরদের।
আরও পড়ুন: টসের কয়েন পকেটে, ভুলেই গেলেন রোহিত শর্মা
ভারতীয় শিবির এখন ফুরফুরে মেজাজে আছে। আর একটা ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত। সবথেকে বড় কথা, গ্রুপ লিগে একটাই ‘কঠিন’ ম্যাচ ছিল, সেটা জিতে নেওয়ায় পুরোপুরি চাপমুক্ত রোহিত শর্মারা (Rohit Sharma)। আমেরিকা কিংবা কানাডা, কেউই তাঁদের হারাবে বলে আশা করছে না।
পাকিস্তানের বিরুদ্ধে রবিবার বোলারদের দুরন্ত পারফরম্যান্স ভারতকে বাঁচিয়ে দিয়েছে। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) আবারও দেখিয়ে দিয়েছেন, সব ফর্ম্যাট মিলিয়ে বিশ্বের সেরা বোলার এখন তিনিই। একটা সময় উইন প্রেডিক্টর দেখাচ্ছিল ভারতের জয়ের সম্ভাবনা ২ শতাংশ এবং পাকিস্তানের ৯৮ শতাংশ। সেখান থেকে ম্যাচ জেতালেন ভারতীয় পেসার। মহম্মদ রিজওয়ানকে বোল্ড করাটাই টার্নিং পয়েন্ট।
দেখুন অন্য খবর: