ম্যাঞ্চেস্টার: একটা স্বপ্নকে প্রায় এক বছর ধরে লালন পালন করার করার পর তা চোখের সামনে ধূলিসাৎ হতে দেখা চরম কষ্টদায়ক। সেই কষ্ট অনুভব করলেন আর্সেনালের (Arsenal) কোচ মিকেল আর্তেতা (Mikel Arteta)। সপ্তাহ দুয়েক আগেও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার ব্যাপারে তাঁর দলই ছিল ফেভারিট। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) থেকে বরাবর ছয়-সাত পয়েন্টের ব্যবধান রাখছিল গানাররা। ব্যবধান এখন মাত্র দুই পয়েন্টের, আর সিটির থেকে তারা দুটো ম্যাচ বেশি খেলেছে। পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল যে ফর্মে তাতে ওই দুই ম্যাচ না জেতার কোনও কারণ নেই, ফলত সমসংখ্যক ম্যাচে আর্সেনালের থেকে চার পয়েন্ট এগিয়ে থাকবে তারা।
বুধবার রাতে ছিল কার্যত ফাইনাল। এতিহাদ স্টেডিয়ামে (Etihad Stadium) মুখোমুখি হয়েছিল লিগ জয়ের দুই দাবিদার। এ ম্যাচ জিততেই হত আর্সেনালকে। কিন্তু সিটির আগুনে ঝলসে গেল আর্সেনাল। সিটি জিতল ৪-১ গোলে এবং গুয়ার্দিওলা বুঝিয়ে দিলেন, প্রিমিয়ার লিগের সেরা দল তাঁরাই। এদিন জোড়া গোল করলেন কেভিন ডি ব্রুইনা (Kevin De Bruyne)। একটি করে গোল জন স্টোনস (John Stones) এবং এর্লিং হালান্ডের (Erling Haaland)। আর্সেনালের হয়ে একমাত্র গোল করেন রব হোল্ডিং।
আরও পড়ুন: IPL 2023 | KKR vs RCB | টানা ৪ ম্যাচ হেরে অবশেষে জয় পেল কলকাতা
.@ErlingHaaland rounds off a dazzling victory! ? pic.twitter.com/F4iTn6ZGm5
— Manchester City (@ManCity) April 26, 2023
এই ম্যাচ ছিল হালান্ডের রেকর্ড ভাঙার। কিন্তু দিনটা যেন তাঁর ছিল না। গোলে একাধিক শট মেরেছেন, অবিশ্বাস্য দক্ষতায় সেসব সেভ করে দিয়েছেন আর্সেনাল গোলরক্ষক। কিন্তু নরওয়ের এই গোলমেশিন এমনই বিপজ্জনক স্ট্রাইকার, যেদিন তাঁর দিন না হয়, সেদিনও গোল করেন। সংযুক্ত সময়ে ঠিক গোল করলেন এবং মহম্মদ সালাহকে (Mohammad Salah) টপকে ইপিএলে এক মরশুমে সর্বোচ্চ ৩৩ গোল করলেন তিনি। এই রেকর্ড অবশ্য নব কলেবরে ইপিএল থেকে। আগে মরশুমে ৩৮ নয়, প্রত্যেক দল খেলত ৪২টি করে ম্যাচ। সেই আমলে এক মরশুমে ৩৪ গোলের রেকর্ড আছে অ্যালান শিয়ারার (Alan Shearer) এবং অ্যান্ড্রু কোলের। সেই রেকর্ডও আস্ত থাকবে না, হালান্ড এ বছর কোথায় গিয়ে থামেন সেটাই দেখার।
যে কোনও নিরপেক্ষ ফুটবলপ্রেমীর আর্সেনালের জন্য খারাপ লাগতে বাধ্য। গোটা মরশুম অসাধারণ, দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে তারা। শেষের দিকে এসে ঘেঁটে গেল। রক্ষণে উইলিয়াম স্যালিবার চোট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল। গোল করেও ম্যাচ জেতা হয়নি আর্সেনালের, কারণ তারাও গোল খেয়েছে। লিভারপুল, ওয়েস্ট হ্যাম এবং সাউদাম্পটনের সঙ্গে ড্র করাটাই কাল হয়ে দাঁড়াল। তিন ম্যাচ থেকে ৯ পয়েন্টের জায়গায় ৩ পয়েন্ট পেয়েছিল তারা। ওখানেই লিগ হাতছাড়া হল।