গুয়াহাটি: স্পিনারদের দাপটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয় দিয়ে আভিযান শুরু বাংলার| প্রথম ম্যাচেই ছত্তিশগড়কে ৭ উইকটে হারাল অরুণলালের বঙ্গ ব্রিগেড| ম্যাচ বাংলা অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের মুখেও স্পিনারদেরই প্রশংসা|
বাংলার অধিনায়ক হিসাবে এদিন প্রথম ম্যাচে নেমেছিলেন সুদীপ চট্টোপাধ্যায়| টস জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি| শুরু থেকেই ছিল বাংলার বোলারদের দাপট| প্রথছম ধাক্কাটা দেন মুকেশ কুমার| এরপর থেকে ছত্তিশগড় ব্যাটসম্যানদের বিরুদ্ধে শুধুই স্পিনারদর দাপট|
তাদের দুর্ধর্ষ বোলিংয়েই ক্রমশ চাপে পড়ে যায় ছত্তিশগড়| সেইসঙ্গে হিসাবী বোলিং| বাংলার বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে তারা ব্যর্থই হয়| ১১৮ রানেই শেষ হয়ে যায় ছত্তিশগড়| দু উইকেট পান মুকেশ কুমার| আর বেশিরভাগ উইকেটই ঋত্ত্বিক, শাহবাজ, করণলালদের দখলে যায়|
ব্যাট হাতে প্রথম ম্যাচেই সফল সুদীপ চট্টোপাধ্যায়| অর্ধশতরান করেন তিনি| শেষপর্যন্ত ক্রিজ থেকে বাংলাকে প্রথম ম্যাচ জিতেই মাঠ ছাড়েন সুদীপ চট্টোপাধ্যায়| তিনি করেন ৪৬ বলে ৫১ রানের ইনিংস| মাত্র তিন উইকেট খুইয়েই প্রথম ম্যাচ জিত নেয় বাংলা|
ম্যাচ শেষে সুদীপ বলেন, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম ম্যাচে আমরা দুরন্ত টিম গেমের প্রদর্শন করেছি| তবে এদিনের ম্যাচে আমাদের স্পিনাররা দুর্ধর্ষ বোলারিং করেছেন| তাদের জন্যই ছত্তিশগড়কে এত কম রানে আটকাতে পেরছিলাম আমরা’|
এই জয়টাই ধরে রাখতে মরিয়া এখন বঙ্গ ব্রিগেড| শুক্রবার বরোদার বিরুদ্ধে নামছে বাংলা|