Friday, July 4, 2025
HomeScrollরবিবার হারলেই ছাঁটাই ম্যান ইউয়ের কোচ!
Erik Ten Hag

রবিবার হারলেই ছাঁটাই ম্যান ইউয়ের কোচ!

সুতোয় ঝুলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটডের কোচ এরিক টেন হাগের ভাগ্য

Follow Us :

কলকাতা: সুতোয় ঝুলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটডের (Man Utd) কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) ভাগ্য। সেই সুতো হল আগামী রবিবার অ্যাস্টন ভিলা (Aston Villa)  ম্যাচ। সে ম্যাচ ড্র করলে হয়তো চাকরি বেঁচে গেলেও যেতে পারে কিন্তু হারলে বিদায়। ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যম এই খবর করেছে। শোনা যাচ্ছে, নতুন কোচ আনার জন্য ‘ওভারটাইম’ কাজ করছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ড্যান অ্যাশওয়ার্থ এবং টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্স।

টানা চার ম্যাচে জয় নেই ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাবের। ছোট ছোট দলের বিরুদ্ধেও ড্র করতে হচ্ছে টেন হাগের দলকে। টটেনহ্যামের কাছে গত সপ্তাহে ৩-০ হারের পর টেন হাগকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। তার আগে ইউরোপা লিগে এফসি টোয়েন্টের মতো দুর্বল দলের বিরুদ্ধে ড্র হয়েছিল। ফলে ক্রমাগত চাপ বাড়ছিল টেন হাগের উপর। পরিত্রাণের উপায় ছিল বৃহস্পতিবার এফসি পোর্তোর বিরুদ্ধে ভালো পারফরম্যান্স।

আরও পড়ুন: গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে আশঙ্কা

পোর্তোর মাঠে ৩-৩ ড্র করেছে ম্যান ইউ। ২-০ এগিয়ে যাওয়ার পরে ৩-২ পিছিয়ে গিয়েছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। শেষ লগ্নে হ্যারি ম্যাগুয়ার গোল না করলে হেরেই ফিরতে হত। রক্ষণ সংগঠনের সেই তথৈবচ অবস্থা দেখা গিয়েছে। প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলা মার্কাস র‍্যাশফোর্ডকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ১৩ নম্বর স্থানে ধুঁকছে ম্যান ইউ। অ্যাস্টন ভিলার কাছে হারলে টেন হাগের চাকরি বাঁচানো মুশকিল হয়ে পড়বে।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39