আজ, রবিবার থেকে কাতারে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। ৩২টি দেশকে ৮টি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা দিয়ে শুরু হবে বিশ্বকাপ (Qatar World Cup 2022)। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে, আর বাকি দুটি দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
আরও পড়ুন-FIFA Rankings: কাতার বিশ্বকাপে খেলা দেশগুলির ফিফা ব়্যাঙ্কিংয়ে কে কোথায়
আসুন দেখে নেওয়া যাক ৮টি গ্রুপ থেকে কোন কোন দল প্রি কোয়ার্টারে উঠতে পারে
গ্রুপ এ
নেদারল্যান্ডস, ইকুয়েডর, সেনেগাল, কাতার
আয়োজক দেশের গ্রুপ। সাধারণত তুলনায় সহজ হয়। এই গ্রুপ থেকে নেদারল্যান্ডসের নক আউটে যাওয়া নিশ্চিত বলেই মনে হচ্ছে। আয়োজক দেশের পক্ষে গ্রুপের বাধা টপকানো কঠিন। সাদিও মানে না থাকলেও সেনেগাল বেশ শক্তিশালী দল। ইকুয়েডরের বিরুদ্ধে জিতলে সেনেগালের পরের রাউন্ড ওঠা নিশ্চিত।
গুরুত্বপূর্ণ ম্যাচ-ইকুয়েডর বনাম সেনেগাল (২৯ নভেম্বর, ৯.৩০টা)
নক আউটে উঠতে পারে-নেদারল্যান্ডস, সেনেগাল
—-
গ্রুপ বি
ইংল্যান্ড, ওয়েলশ, আমেরিকা, ইরান
গুরুত্বপূর্ণ ম্যাচ-ওয়েলশ বনাম আমেরিকা (২২ নভেম্বর, রাত সাড়ে ১২টা)
ইউরোপের দুই দেশ এই গ্রুপ থেকে নক আউটে উঠতে পারে। হ্যারি কেনের ইংল্যান্ডের নক আউটে ওঠা নিয়ে তেমন সংশয় নেই। গ্যারেথ বেলের ওয়েলশকে হারাতে হবে আমেরিকাকে।
নক আউটে উঠতে পারে-ইংল্যান্ড, ওয়েলশ
—-
গ্রুপ সি
আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব
গুরুত্বপূর্ণ ম্যাচ-পোল্যান্ড বনাম মেক্সিকো (২২ নভেম্বর, রাত ৯.৩০টা)
আর্জেন্টিনার শেষ ষোলোয় ওঠা উচিত। এবার দ্বিতীয় হয়ে কে নক আউটে ওঠে তা অনেকটাই নির্ভর করবে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচের ওপর।
নক আউটে উঠতে পারে- আর্জেন্টিনা, মেক্সিকো
—-
গ্রুপ ডি
ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তিউনেশিয়া
গুরুত্বপূর্ণ ম্যাচ-ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ( ৩০ নভেম্বর, রাত সাড়ে ৮টা)
এই গ্রুপ থেকে ফ্রান্স, ডেনমার্কের নক আউটে ওঠা উচিত।
নক আউটে উঠতে পারে-ফ্রান্স, ডেনমার্ক
—-
গ্রুপ ই
স্পেন, জার্মানি, কোস্টারিকা, জাপান
গুরুত্বপূর্ণ ম্যাচ-জার্মানি বনাম কোস্টারিকা
কঠিন গ্রুপ। স্পেন আর জার্মানিকে কড়া টক্কর দিতে পারে কোস্টারিকা।
নক আউটে উঠতে পারে-স্পেন, জার্মানি
—-
গ্রুপ এফ
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গুরুত্বপূর্ণ ম্যাচ-ক্রোয়েশিয়া বনাম মরক্কো
ফিফা ব়্যাঙ্কিংয়ে দু নম্বরে থাকা বেলজিয়াম, আর গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার এই গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার কথা। তবে মরক্কো চমক দেওয়ার ক্ষমতা রাখে।
নক আউটে উঠতে পারে-বেলজিয়াম, ক্রোয়েশিয়া
—-
গ্রুপ জি
ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গুরুত্বপূর্ণ ম্যাচ-সার্বিয়া বনাম সুইজারল্যান্ড (৩ ডিসেম্বর, রাত সাড়ে ১২টা)
ব্রাজিলের নক আউটে ওঠা নিয়ে সন্দেহ নেই। এবার দ্বিতীয় হয়ে প্রি কোয়ার্টারে ওঠার ত্রিমুখি লড়াইয়ে মুখোমুখি সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।এগিয়ে সুইজারল্যান্ড। তবে সার্বিয়াও ভাল দল। চমক দেওয়ার ক্ষমতা রাখে ক্যামেরুনও।
নক আউটে উঠতে পারে-ব্রাজিল, সুইজারল্যান্ড
—-
গ্রুপ এইচ
পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া
গুরুত্বপূর্ণ ম্যাচ-উরুগুয়ে বনাম ঘানা (২ ডিসেম্বর, রাত ৮টা)
কঠিন গ্রুপ। পর্তুগালের নক আউটে ওঠা উচিত। উরুগুয়ে আর ঘানার মধ্যে দ্বিতীয় হয়ে শেষ ১৬-এ ওঠার লড়াই হতে পারে।
নক আউটে উঠতে পারে-পর্তুগাল, উরুগুয়ে