কলকাতা: মঙ্গলবার রাতে একাধিক অঘটন ঘটেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League)। ঘরের মাঠে এসি মিলানের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং লিসবনের কাছে চার গোল হজম করেছে ম্যান সিটি। এছাড়া আরও দুটি ম্যাচে অপ্রত্যাশিত ফলাফল হয়েছে। কিন্তু টলানো যায়নি একটি ক্লাবকেই— লিভারপুল (Liverpool FC)। ঘরের মাঠ অ্যানফিল্ডে (Anfield) বায়ার লেভারকুসেনকে (Bayer Leverkusen) ৪-০ ধ্বংস করল ইংলিশ ক্লাব।
লেভারকুসেনের কোচ জাভি আলোনসো (Xavi Alonso) এককালে লিভারপুলে খেলতেন। সমর্থকরা আজও তাঁকে ভালোবাসে। কিন্তু প্রাক্তন খেলোয়াড় যখন প্রতিপক্ষ দলের কোচ তখন কোনও রকম মায়াদয়া দেখানোর প্রশ্ন নেই।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদের অঘটনের হার
গত মরসুমে সবাইকে চমকে দিয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছিল আলোনসোর লেভারকুসেন। এবার সেই উত্তুঙ্গ ফর্ম না থাকলেও তারা যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু অ্যানফিল্ডকে এমনি এমনি দুর্গ বলা হয় না। লিওনেল মেসির বার্সেলোনা পর্যন্ত এখানে চার গোল হজম করে গিয়েছিল। এদিন জার্মান ক্লাবের সঙ্গে একই ঘটনা ঘটল।
প্রথমার্ধ গোলশূন্য ছিল। সেখান থেকে দ্বিতীয়ার্ধে তাণ্ডব শুরু করল আর্নে স্লটের (Arne Slot) দল। হ্যাটট্রিক করলেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস দিয়াজ (Luis Diaz)। আর একটি গোল কোডি গাকপোর। চার ম্যাচের চারটেই জিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ফেজে শীর্ষস্থানে রয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগেও তারা শীর্ষে। এই মূহূর্তে দারুণ ফর্মে খেলছে তারা।
দেখুন অন্য খবর: