
কলকাতা: ১১৪ বছর ধরে বহু ফুটবল ম্যাচের সাক্ষী ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম (Old Trafford)। ঐতিহ্যশালী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ঘরের মাঠকে ডাকা হয় ‘থিয়েটার অফ ড্রিমস’ নামে। এখানেই পায়ের জাদু দেখিয়েছেন জর্জ বেস্ট, ববি চার্লটন, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওয়েন রুনি এবং আরও কত তারকা ফুটবলার। এহেন বহু ইতিহাসের সাক্ষী স্টেডিয়াম ধূলিসাৎ হতে চলেছে!
হ্যাঁ, শোনা যাচ্ছে, নতুন স্টেডিয়াম গড়তে পারে ম্যান ইউ ক্লাব কর্তৃপক্ষ। তার জন্যই ভাঙা পড়তে পারে ওল্ড ট্রাফোর্ড। এ মরসুম শুরু হওয়ার আগে ইংলিশ ক্লাবটির মালিকানায় সামান্য বদল এসেছে। এতদিন গ্লেজার পরিবারের ১০০ শতাংশ মালিকানা ছিল, এখন তার প্রায় ২০ শতাংশ চলে গিয়েছে স্যর জিম র্যাটক্লিফের (Sir Jim Ratcliffe) ইনিয়স সংস্থার হাতে। ফুটবলীয় কাজকর্মে তাদের সক্রিয়তা অনেকটাও।
আরও পড়ুন: অশ্বিনের দুরন্ত সেঞ্চুরি, জাদেজাকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ
Man United will DEMOLISH Old Trafford if their new £2bn stadium plan goes ahead ??️ pic.twitter.com/7HEEu3Bx8j
— Mail Sport (@MailSport) September 19, 2024
নতুন মালিকানা আসার পর থেকেই স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের হাতে দুটি বিকল্প, ওল্ড ট্রাফোর্ডকেই সংস্কার করে আসন বাড়ানো কিংবা এক নতুন, অত্যাধুনিক, ঝাঁ চকচকে স্টেডিয়াম তৈরি করা যাকে ‘উত্তরের ওয়েম্বলি’ হিসেবে গণ্য করা হবে। এই নতুন স্টেডিয়াম বানাতে খরচ করা হতে পারে ২ বিলিয়ন পাউন্ড।
প্রথমে শোনা গিয়েছিল, ম্যান ইউয়ের পুরুষ দল যদি নতুন স্টেডিয়ামে খেলা শুরু করে তাহলে ওল্ড ট্রাফোর্ডে খেলানো হবে ওল্ড ট্রাফোর্ডে। সেক্ষেত্রে মাঠের আসন সংখ্যা কমিয়ে ৩০,০০০ করে দেওয়া হবে যা বর্তমানে ৭৪ হাজারের সামান্য বেশি। এদিকে পুরুষদের নতুন স্টেডিয়ামের আসন সংখ্যা এক লক্ষ করার কথা জানিয়েছিলেন র্যাটক্লিফ।
দেখুন অন্য খবর: